Go to full page →

প্রকৃত মন পরিবর্তন — ১৭ MYPBen 65

“আর আমি তােমাদের উপরে শুচি জল প্রক্ষেপ করিব, তাহাতে তােমরা শুচি হইবে; আমি তােমাদের সকল অশৌচ হইতে ও তােমাদের সকল পুত্তলি হইতে তােমাদিগকে শুচি করিব। আর আমি তােমাদিগকে নূতন হৃদয় দিব, ও তােমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব; আমি তােমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, ও তােমাদিগকে মাংসময় হৃদয় দিব। ” MYPBen 65.1

অনেকে, যারা অন্যদের কাছে একটি নতুন অন্তঃকরণের প্রয়ােজনীয়তার কথা বলে তারা নিজেরাই জানে না এ কথার অর্থ কি। বিশেষ করে যুবক-যুবতিরা এই বাক্যাংশটির একটি নতুন অন্তঃকরণের” কথাটির বিষয়ে হোঁচট খায়। তারা জানে না এর অর্থ কি। তারা তাদের অনুভূতির মধ্যে একটি নতুন পরিবর্তনের অপেক্ষা করে। এটিকে তারা বলে মন পরিবর্তন। এই ভুলের ওপর হাজার হাজার লােক হোঁচট খায়, কেননা তারা এর ব্যাখ্যাটি বােঝে না, “তােমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক।” MYPBen 65.2