Go to full page →

আত্ম-পরীক্ষা MYPBen 77

একটি নিবিড় আত্ম-পরীক্ষার এবং ঈশ্বরের বাক্যের আলােক ঘনিষ্ঠ ভাবে অনুসন্ধান করা আবশ্যক রয়েছে, আমি কি হৃদয়ে উত্তম, অথবা আমি কি ভ্রষ্ট? আমি কি খ্রীষ্টে নবায়িত, অথবা আমি কি এখনও ইন্দ্রিয়গত, অথবা বাহ্যিক ভাবে নতুন পােশাক পরিধান করে আছি? তােমাকে ঈশ্বরের বিচারাসনের লাগামের সঙ্গে বেঁধে রাখ এবং দেখ এবং ঈশ্বরের আলােকে দেখ, যদি ভেতরে গুপ্ত পাপ, কোনাে অপরাধ, তােমার নিজস্ব বলিদানের কোনাে প্রতিমা থেকে থাকে যা তুমি জলাঞ্জলি দেও নি, প্রার্থনা কর, হঁ্যা, প্রার্থনা কর, যেমন প্রার্থনা তুমি আগে কখনও কর নি, যেন তুমি শয়তানের প্ররােচনা দ্বারা। প্রতারিত না হও; যেন তুমি অসতর্ক এবং অনর্থক আত্মায় এবং তােমার নিজের বিবেকের স্তব্ধ রাখার জন্য ধর্মীয় কাজে যােগদান করছ। MYPBen 77.3

একটি পাপ যা শেষকালের চিহ্ন, তা হল নামধারী খ্রীষ্টিয়ানগণ ঈশ্বর প্রেমিক নয় বরং বিলাস প্রিয় হবে। তােমার জীবন নিয়ে সততার সহিত আচরণ কর। সতর্কতার সঙ্গে অন্বেষণ কর। কত অল্প সংখ্যক লােকই না, বিশ্বস্ত ভাবে পরীক্ষা করে, স্বর্গের দিকে তাকিয়ে বলে, “আমি ওদের মত নই, আমি বিলাস প্রিয় নই বরং ঈশ্বর প্রিয়।” কত অল্প লােকেই না বলতে পারে, “আমি জগতের সহিত মত, আর আমি এখন বিশ্বাস হেত জীবিত আছি। আমার জীবন ঈশ্বরে খ্রীষ্টের সঙ্গে লুকায়িত, আর যখন আমার জীবন প্রকাশিত হবে, তখন আমিও তাঁর সঙ্গে প্রতাপে প্রকাশিত হব।” MYPBen 78.1

ঈশ্বরের প্রেম এবং অনুগ্রহ! ওহ বহুমূল্য অনুগ্রহ! খাঁটি সােনার চেয়ে মূল্যবান। এটি আত্মাকে উচ্চে তুলে ধরতে সামর্থ্য। যখন আমাদের চারপাশের লােকেরা জাগতিক অসারতা, আমােদ-আহ্লাদ এবং মুখতার অন্বেষণে নিয়ােজিত, স্বর্গে কথপােকথন চলছে, যখন যে স্থান থেকে আমরা ত্রাণকর্তার অন্বেষণ করি; তখন আত্মা ক্ষমা এবং শান্তি, ধার্মিকতা এবং প্রকৃত পবিত্রতার জন্য, ক্ষমার জন্য ঈশ্বরের অন্বেষণ করছে। ঈশ্বরের সহিত কথা বল এবং উৰ্ব্বস্থ বিষয়ের ধ্যান কর যা জীবনকে খ্রীষ্টের সাদৃশ্যে পরিবর্তিত করে। - Review and Herald, May 11, 1886. MYPBen 78.2