Go to full page →

আত্ম-বিশ্বাসের উন্নয়ন MYPBen 91

তােমার, ঈশ্বরের সর্বোচ্চ আদর্শে পৌছানাের প্রতিটি প্রচেষ্টা প্রভু উপলব্ধি করবেন। যখন তুমি ব্যর্থ হও, যখন তুমি পাপের প্রতারণায় পড়, তখন মনে করবে না যে তুমি প্রার্থনা করতে পার না, এবং তুমি প্রভুর কাছে। আসার যােগ্য নও। “আমার শিশুগণ, এই সকল তােমাদিগকে লিখলাম, যেন তােমরা পাপ না কর । আর যদি কেহ পাপ করে তবে পিতার কাছে একজন উকিল আছেন, তিনি ধর্মময় যীশু খ্রীষ্ট।” তিনি বাহু প্রসারিত করে অপব্যয়ীকে স্বাগতম জানান। তাঁর কাছে যাও এবং তােমার ভুল এবং ব্যর্থতা সকল তাঁকে। জানাও। প্রবল প্রচেষ্টার জন্য তার কাছে শক্তি প্রার্থনা কর। তিনি কখনও তােমাকে নিরুৎসাহিত করবেন না, কখনও তােমার প্রত্যাশায় বিশ্বাস ভঙ্গ করবেন না। MYPBen 91.1

পরীক্ষা তােমার কাছে আসবে। এভাবেই প্রভু তােমার চরিত্রের অমসৃণতা ঘসে-মেজে পালিশ করবেন। বচসা কর না। তুমি অসস্তুষ্ট হলে বরং পরীক্ষাকে আরও জটিল করে ফেলবে। হৃষ্টচিত্তে আত্ম সমর্পণের দ্বারা প্রভুর সমাদর কর। ধৈর্য সহকারে চাপ সহ্য কর। এমনকি তােমার প্রতি যদি অন্যায়ও করা হয়ে থাকে, তােমার অন্তরে ঈশ্বরের প্রেম স্থান দেও। “সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনাবাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক। সে। মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক। শান্তির চেষ্টা করুক, ও তাহার। অনুধাবন করুক। কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে; তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে।” MYPBen 91.2

“বেপরােয়া পদক্ষেপ হতে সাবধান; আগামি দিনের জন্য অপেক্ষা। কর, অন্ধকার ঘুচে যাবে।” শান্তভাব এবং আত্ম বিশ্বাসই তােমাদের শক্তি হবে। খ্রীষ্ট তােমার প্রলােভন সমূহের এবং তােমার প্রতিহত করার শক্তির সামর্থ্য জানেন। ক্রন্দন রত শিশুর প্রতি করুণা করার জন্য তাঁর হস্ত সব সময় বিস্তার করে আছেন। পরীক্ষিত এবং নিরুৎসাহিত ব্যক্তির প্রতি তিনি বলেন, যে শিশুর জন্য আমি দুঃখ ভােগ করেছি এবং মৃত্যুবরণ করেছি, সেই তােমরা কি আমাতে নির্ভর করতে পার না? “তােমার যেমন দিন, তেমনি তােমার শক্তি হইবে।” MYPBen 91.3

“তােমার গতি সদাপ্রভুতে অর্পণ কর, তাহাতে নির্ভর কর, তিনিই কার্য। সাধন করিবেন।” ... একটি পরিশ্রান্ত দেশে একটি বিশাল পর্বতের ছায়া স্বরূপ হবেন। “আমার নিকট আইস, ... আমি তােমাকে বিশ্রাম দিব,” - যে । বিশ্রাম জগৎ দিতেও পারবে না এবং হরণ করতেও পারবে না ...। MYPBen 91.4

যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের মাধ্যমে তাকে গ্রহণ করে, তার শান্তি ও আনন্দ ভাষায় বর্ণনা করা যায় না। পরীক্ষা তাকে বিরক্ত করে না, অপমান তাকে জ্বালাতন করতে পারে না। অহম ক্রুশে হত হয়েছে। দিনের পর দিন তার কর্তব্য আরাে অধিক খাটুনি স্বরূপ হবে; তার প্রলােভন প্রচণ্ড হবে, তার পরীক্ষা আরও প্রবল হবে, তথাপি সে ভেঙ্গে পড়বে না; কেননা সে প্রয়ােজন মত শক্তি লাভ করবে। - The Youth Instructor, June 26, 1402. MYPBen 92.1