Go to full page →

জীবন্ত বিশ্বাস MYPBen 96

খ্রীষ্টের অনুসারিকে আন্তরিক বিশ্বাস পােষণ করতে হবে; কেননা এ ছাড়া ঈশ্বর প্রীতি হন না। বিশ্বাস সেই হস্ত যা অসীম সাহায্য ধারণ করে; এটি সেই মাধ্যম যা দ্বারা নবায়িত হৃদয় খ্রীষ্টের হৃদয়ের সঙ্গে ঐক্যে স্পন্দিত হয়। MYPBen 96.3

ঈগল পক্ষী তার বাসায় যাবার পরম প্রচেষ্টায় প্রায়ই ঝড়ের ঝাপটার মধ্যে পাহাড়ের সংকীর্ণ খাতের মধ্যে চলে যায়। তার এবং রৌদ্রজ্বল স্থানে তার নিরাপদ বাসার মাঝে কালাে রুষ্ট মেঘমালা স্থান করে নেয়। কিছুক্ষণের জন্য তাকে কিংকর্তব্যবিমূঢ় মনে হয় এবং এদিক সেদিক করে, তার শক্তিশালী ডানা ঝাপটায়, মনে হয় সে পুনরায় গভীর ঘন মেঘের মধ্যে চলে যাবে। সে তার বর্বর চিৎকারে পাহাড়ের কবুতরগুলােকে সজাগ করে ফেলে, এ তার বন্দিশালা থেকে বের হবার বৃথাই চেষ্টা। অবশেষে সে উপরের কালাে মেঘের মধ্যে গিয়ে তীক্ষ আর্তনাদ করে বিজয়ের চিৎকার দেয়, এক মুহূর্ত পরে, উর্ধ্বে শান্ত রৌদ্র খুঁজে পায়। তার নীচে রয়েছে অন্ধকার এবং ঝটিকা, এবং তার চারপাশে আকাশের উজ্জ্বল আলাে। সে অত্যুচ্চে দূরারােহ পাহাড়ে তার পরম আবাসে গিয়ে পৌঁছে, আর এখন সে পরিতুষ্ট। অন্ধকারের মধ্য দিয়ে সে আলাের সন্ধান পেল। এটি পেতে তাকে যথেষ্ট পরিশ্রম করতে হল কিন্তু সে যা পাবার চেষ্টা করেছিল সেই পুরস্কার সে পেল। MYPBen 96.4

খ্রীষ্টের অনুসারী হিসাবে আমরা কেবল এরূপই করতে পারি । আমাদের ঐ প্রকার জীবন্ত বিশ্বাস অনুশীলন করতে হবে, যা মেঘ ভেদ করে যাবে, এই মেঘ একটি পুরু দেয়ালের মত, স্বর্গের জ্যোতি থেকে আমাদের পৃথক করে রাখে। আমাদের বিশ্বাসের শীর্ষে পৌছতে হবে, যেখানে পবিত্র আত্মায় সব শান্তি এবং আনন্দ বিরাজমান। MYPBen 97.1