Go to full page →

জীবন্ত বিশ্বাস — ৩০ MYPBen 105

অনেকে যারা নিষ্কপট ভাবে হৃদয়ের পবিত্রতা এবং জীবনের বিশুদ্ধতার অন্বেষণ করছে, মনে হয় তারা কিংকর্তব্য বিমূঢ় এবং নিরুৎসাহি হয়ে পড়েছে । তারা অবিরত তাদের নিজেদের দিকে তাকিয়ে আছে, এবং তাদের বিশ্বাসের ঘাটতির জন্য আর্তনাদ করছে; এবং যেহেতু তাদের বিশ্বাস নেই, তারা অনুভব করে যে তারা ঈশ্বরের আশীর্বাদ দাবী করতে পারে না। এসব লােকদের ভুল বিশ্বাস রয়েছে, তারা প্রকৃত বিশ্বাসের ঊর্ধ্বে দৃষ্টিপাত করে এবং এভাবে তারা তাদের জীবনের উপরে মহা অন্ধকার নিয়ে আসে। তাদের উচিৎ স্বার্থ থেকে মন ফিরিয়ে আনা, অনুগ্রহ এবং ঈশ্বরের উত্তমতার উপরে অবস্থান করা এবং তাঁর প্রতিজ্ঞা পুনরায় গণনা করা, এবং অতঃপর কেবল বিশ্বাস করা যে, তিনি তাঁর বাক্য সফল করবেন। MYPBen 105.1

আমরা আমাদের বিশ্বাসে নির্ভর করব না, কিন্তু নির্ভর করব ঈশ্বরের প্রতিজ্ঞায়। যখন আমরা অতীতের ব্যবস্থা লঘনের অপরাধ স্বীকার করব, এবং ভবিষ্যতের আজ্ঞাবহ হব, আমাদের বিশ্বাস করতে হবে যে, খ্রীষ্টের গুণে ঈশ্বর আমাদের গ্রহণ করবেন এবং আমাদের পাপ সকল ক্ষমা করবেন MYPBen 105.2

জীবনে কখনও কখনও অন্ধকার এবং নিরুৎসাহ আসবে, এবং আমাদের বিপদের লক্ষণসমূহ দেখিয়ে আমাদের আচ্ছন্ন করবে; কিন্তু আমাদের প্রত্যাশা হারালে চলবে না। শক্তি অনুভব করি বা না-ই করি, আমাদের দৃষ্টি যীশুতে স্থির রাখতে হবে। আমাদের জানা প্রত্যেকটি কর্তব্য বিশ্বস্তভাবে সম্পন্ন করতে হবে, অতঃপর শান্তভাবে ঈশ্বরের প্রতিজ্ঞায় নির্ভর করতে হবে। MYPBen 105.3