Go to full page →

খ্রীষ্টের গভীর ধ্যান MYPBen 107

বিশ্বাসে, যারা বিজয়ী হবে তাদের জন্য রেখে দেয়া মুকুটগুলাের দিকে চেয়ে দেখ; মুক্তিপ্রাপ্তদের মহােল্লাসের গান শােন— ধন্য, ধন্য মেষশাবক, যিনি হত হয়েছেন, এবং আমাদেরকে মুক্ত করে ঈশ্বরের কাছে নিতে এসেছেন। এই দৃশ্যগুলাে বাস্তবরূপে অতিগুরুত্বপূর্ণ বলে বিবেচনা কর । প্রথম খ্রীষ্টিয়ান সাক্ষ্যমর স্তিফান রাষ্ট্র পরিচালক এবং ক্ষমতাধরদের সঙ্গে তার ভয়াবহ বিবাদ, এবং উচ্চাসনের আধ্যাত্মিক মন্দতা দেখে বললেন, “দেখ, আমি দেখিলাম স্বর্গ খুলিয়া গিয়াছে, এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দণ্ডায়মান রয়েছেন।” জগতের ত্রাণকর্তা তার কাছে প্রকাশিত হলেন এবং স্বর্গ হতে গভীর আগ্রহ সহকারে তার দিকে চেয়ে আছেন; এবং খ্রীষ্টের গৌরবময় জ্যোতি স্তিফানের উপরে নেমে এল এবং সেই জ্যোতির এত প্রখর ত্যেজ যা তার শত্রুগণ দেখতে পেল, এবং তার মুখমণ্ডল একজন দূতের ন্যায় মনে হল। MYPBen 107.1

যদি আমরা আমাদের মনকে আরও ঘনিষ্ঠভাবে খ্রীষ্টেতে এবং স্বর্গীয় বিশ্বে অবস্থান করার অনুমতি প্রদান করি, আমি একটি শক্তিশালী উদ্দীপক বস্তু দেখতে পাব এবং সদাপ্রভুর সংগ্রামে পৃষ্ঠপােষকতা করব। যখন আমরা উত্তম দেশের মহিমা ধ্যান করব, যা অতি সত্বর আমাদের বাড়ি হবে; তখন পৃথিবীর গর্ব ও প্রেম, তার শক্তি হারাবে। খ্রীষ্টের সৌন্দর্য ব্যতিরেকে সব পার্থিব আকর্ষণ সামান্য মূল্য বলে মনে হবে। MYPBen 107.2