Go to full page →

পবিত্ৰকৃত হওয়া প্রাত্যহিক কাজ MYPBen 108

পবিত্ৰকৃত হওন একটি দৈনন্দিন ব্যাপার। কোনাে ব্যক্তি এইরূপ বিশ্বাস করে নিজেদেরকে প্রতারিত না করুক যে, যখন তারা তাঁর একটি আজ্ঞা পদদলিত করছে তখনও ঈশ্বর তাদের ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন। একটি ইচ্ছাকৃত পাপের উপরে ইচ্ছাকৃত ক্ষমতা লাভ পবিত্র আত্মার সাক্ষ্যদানকারী স্বরকে নিস্তব্ধ করে দেয়, এবং ঈশ্বর হতে আত্মাকে পৃথক করে । ধর্মীয় অনুভূতির পরমানন্দ যা-ই হােক না কেন, যীশু ঐশ্বরিক ব্যবস্থার অবজ্ঞাকারী হৃদয়ে বসবাস করতে পারেন না। কেবল যারা ঈশ্বরকে সমাদর করে, ঈশ্বর তাদের সমাদর করবেন। MYPBen 108.1

“তােমরা কি জান না যে, আজ্ঞা পালনার্থে যাহার নিকট দাসরূপে আপনাদিগকে সমর্পণ কর, যাহার আজ্ঞা মান, তােমরা তাহারই দাস” যদি আমরা ক্রোধ, লােভ, লােলুপতা, ঘৃণা, স্বার্থপরতা অথবা অন্য যে কোনাে প্রকার পাপের বশবর্তী হই, তবে আমরা পাপের দাস হই, “কোন ব্যক্তি দুই প্রভুর দাসত্ব করতে পারে না। যদি আমরা পাপের দাসত্ব করি, তবে আমরা খ্রীষ্টের সেবা করতে পারি না। খ্রীষ্টিয়ানগণ পাপের তৎপরতা উপলব্ধি করবে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে লােভ করে; কিন্তু আত্মা মাংসের বিরুদ্ধে সংগ্রাম করে; এক বিরামহীন সংগ্রামে রত। এই স্থানেই খ্রীষ্টের সাহায্য প্রয়ােজন। মানব দুর্বলতা ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত হয়, এবং বিশ্বাস বিস্ময়ে বলে ওঠে, “ঈশ্বরের ধন্যবাদ হােক, যিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদেরকে বিজয় দান করেন!” MYPBen 108.2

আমরা যদি ঈশ্বরের গ্রহণযােগ্য চরিত্র গঠন করতে চাই, তাহলে আমাদের ধর্মীয় জীবনে সঠিক অভ্যাস গঠন করতে হবে। আত্মিক জীবনেও দৈহিক উন্নতির জন্য যেমন সময়মত খাদ্য প্রয়ােজন, একইভাবে অনুগ্রহে বৃদ্ধি পেতে হলে দৈনন্দিন প্রার্থনা অপরিহার্য। আমাদের সব সময় প্রার্থনায় আমাদের চিন্তারাশি ঈশ্বরের কাছে তুলে ধরতে হবে। যদি মন উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায়, তবে প্রাণপণ ধৈর্য ও চেষ্টার মাধ্যমে আমাদের তা ফিরিয়ে আনতে হবে; অভ্যাস অবশেষে সহজ হয়ে আসবে। আমরা এক মুহূর্তেও আমাদেরকে খ্রীষ্টের নিকট থেকে পৃথক রেখে নিরাপদ থাকতে পারি না। প্রতি পদক্ষেপে আমাদের সঙ্গে তাঁর উপস্থিতি বিরাজ করবে, কিন্তু কেবল শর্ত রক্ষা করে যা তিনি আমাদের জন্য করেছেন। MYPBen 108.3