প্রত্যেক যুবকের অন্তরে খ্রীষ্টের একজন সহকার্যকারী হবার জন্য এমন একটি একান্ত বাসনা থাকবে যেন, সে সর্বোচ্চ খ্রীষ্টিয় মানে পৌছে খ্রীষ্টের একজন শিষ্য হতে চায় । যদি সে ঐ লক্ষ্যে পৌঁছাতে চায় তবে তাকে ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আপনাকে নির্দোষ বলে প্রতিপন্ন করতে হবে, এভাবেই সে অবিরত অগ্রসর হতে হবে। স্থির সংকল্প হওয়ার একমাত্র উপায় হল প্রতিদিন ঈশ্বরীয় জীবনে বৃদ্ধি লাভ করা। যখন সন্দেহ এবং প্রতিবন্ধকতা আসবে তখন বিশ্বাস বৃদ্ধি পাবে, এটি তাদের বিজয়ী করবে। প্রকৃত পবিত্রীকরণ প্রগতিশীল। যদি তুমি অনুগ্রহে বৃদ্ধি লাভে এবং খ্রীষ্ট যীশুর জ্ঞানে ও চরিত্রে আরও বৃদ্ধি লাভ করতে পার তবে যেভাবে তুমি যীশুর নিস্পাপ জীবন যাপন। কর এবং তাঁর অসীম প্রেমে চল, তখন ত্রাণকর্তার সঙ্গে তােমার সম্পর্ক নিবিড় হবে, যীশুতে তােমার বিশ্বাস বৃদ্ধি পাবে। MYPBen 115.2
যখন তুমি তােমার ত্রাণকর্তার নিষ্কলঙ্ক জীবন এবং নিঃস্বার্থ প্রেমের সঙ্গে বসবাস করবে, তখন যীশুতে তােমার বিশ্বাস বৃদ্ধি পাবে। তুমি যখন। মুখে যীশুকে অস্বীকার করে তার কাছ থেকে দূরে থাক, আর তুমি তার পবিত্র আত্ম কর্তৃক লালিত-পালিত না হও, তখন ঈশ্বরের প্রতি এর চেয়ে বেশি অসমাদর আর হতে পারে না। যখন তুমি অনুগ্রহে বৃদ্ধি লাভ কর, তখন ধর্মীয় সভায় যােগ দিতে চাইবে, আর তুমি আনন্দের সঙ্গে জনতার সামনে খ্রীষ্টের প্রেমের সাক্ষ্য বহন করবে। ঈশ্বর তাঁর অনুগ্রহে, যুবককে মিতব্যয়ী করতে পারেন, এবং তিনি শিশুদের জ্ঞান এবং অভিজ্ঞতা দিতে পারেন। তারা। প্রতিদিন অনুগ্রহে বৃদ্ধি পেতে পারে। তােমার অনুভূতি দ্বারা তুমি তােমার বিশ্বাসের পরিমাপ করতে পার না। MYPBen 115.3