Go to full page →

একটি জীবন্ত অভিজ্ঞতা — ৩৬ MYPBen 131

জীবন এবং প্রতাপের প্রভু তার ঈশ্বরত্ব মানবত্ব দ্বারা আবৃত করে রেখেছেন এটি মানুষকে দেখাবার জন্য যে, ঈশ্বর খ্রীষ্টের দানের মাধ্যমে আমাদেরকে তার সঙ্গে সংযুক্ত করবেন। ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওন ব্যতিরেকে কোনাে ব্যক্তি সুখী হতে পারে না। পতিত মানবকে জানতে হবে যে, যাবৎ তাঁর প্রেম অনুতপ্ত পাপীকে সাগ্রহে বা স্বেচ্ছায় গ্রহণ করে ঈশ্বরের নিষ্কলঙ্ক মেষশাবকের গুণাবলির মাধ্যমে রূপান্তরিত না করে, তাবৎ আমাদের স্বর্গীয় পিতা সন্তুষ্ট হতে পারেন না। MYPBen 131.1

এখানেই সকল স্বর্গীয় বুদ্ধিমত্তার কাজ সমাপ্ত। যারা আজ্ঞা লঙ্ঘনের দায়ে তাদের স্বর্গীয় পিতার নিকট হতে বিচ্ছিন্ন হয়েছে তাদের জেনারেলের আদেশে তাদের পুনরায় দাবী করার জন্য কাজ করা হবে। একটা পরিকল্পনা করা হয়েছে যদ্বারা খ্রীষ্টের বিস্ময়কর অনুগ্রহ এবং প্রেম পৃথিবীতে প্রকাশিত হবে। মানুষকে ক্রয় করার জন্য ঈশ্বর কর্তৃক অসীম মূল্য প্রদান করা হয়েছে । মুক্তির এই গৌরবময় পরিকল্পনা, সমগ্র বিশ্বকে রক্ষা করার জন্য পর্যাপ্তভাবে করা হয়েছে। পাপী এবং পতীত মানব খ্রষ্টের আরােপীত ধার্মিকতা দ্বারা পাপের ক্ষমা লাভ করতে পারে। MYPBen 131.2