Go to full page →

খ্রীষ্টিয় সহভাগিতা MYPBen 134

প্রচণ্ড সংঘর্ষের মধ্যে তােমাদেরকে দৈনন্দিন জীবনে একটি সক্রিয় ভূমিকা নিতে হবে। তােমরা কি পরীক্ষার সময় তােমাদের ইচ্ছা, একান্ত প্রার্থনা সহকারে লিখিত বাণীর পার্শ্বে যীশুর পরামর্শ যাচঞা করবে না? অনেকে ঘােষণা করে যে, প্রার্থনা সভা অবহেলা করে জাগতিক গান বাজনায় যােগদান করায় অথবা যেখানে ঈশ্বরের ভক্ত দাসগণ স্বর্গীয় বার্তা প্রচার করছে, সেখানে অনুপস্থিত থাকায় কোন ক্ষতি নেই। খ্রীষ্ট তােমাদের যেখানে যেতে বলেছেন, সেখানে থাকাই তােমাদের পক্ষে নিরাপদ। MYPBen 134.1

যারা খ্রীষ্টের বার্তার প্রশংসা করে, প্রার্থনা সভা রেখে অন্য কোথাও যায় না, অথবা চিরস্থায়ী আগ্রহের বিষয়গুলাে বলার জন্য যেখানে প্রভুর বার্তাবাহককে পাঠানাে হয়েছে, সেখানে অনুপস্থিত থাকে না সঙ্গত নয় । যীশু বলেছেন, “যেখানে দুই কি তিন জন আমার নামে একত্রিত হয়, আমি সেখানে তাদের মধ্যে আছি। তুমি কি আশীর্বাদ হারিয়ে অমােদ আহ্লাদ মনােনয়ন করতে পার? সে সবের মধ্যে অসংযম বিরাজ করে কেবল তােমার জীবন এবং চরিত্রের উপরেই নয়, কিন্তু তােমার সাথি সঙ্গীদের জীবনেও জোরালাে প্রভাব ফেলে । MYPBen 134.2

যারা খ্রীষ্টের অনুসারী বলে স্বীকার করে তারা সকলেই যদি কাজে এবং সত্যে তাই-ই হত, তাহলে তারা খ্রীষ্টের মন বিশিষ্ট হত এবং তারা ঈশ্বরের কাজ করত। তারা প্রলােভন এড়িয়ে চলত এবং দেখাত যে, তারা জগতের বাজে আমােদ প্রমােদ উপভােগ করে না বরং তারা সামাজিক সভায় খ্রীষ্টের সঙ্গে সাক্ষাতের সুযােগ গ্রহণ করে। তারা অন্যের উপরে নিশ্চিত প্রভাব বিস্তার করত, এবং তাদেরকে তাদের আদর্শ অনুসরণে পরিচালিত করত। MYPBen 134.3

কথা অপেক্ষা কাজ অধিক শক্তিশালী, আর যারা আমােদ প্রিয় তারা। ঈশ্বরের লােকদের সমবেত স্থলের মহা আশীর্বাদ পছন্দ করে না। তারা তাদের সঙ্গীদের সঙ্গে গিয়ে প্রভাব বিস্তার পছন্দ করে না, কিন্তু আশা করে যে, প্রভুর আত্মা তাদের হৃদয় স্পর্শ করবে। এ সব জাগতিক সমাগম স্থলে তাদের সঙ্গে কে যায়? ঐ সমবেত লােকদেরকে আশীর্বাদ করতে যীশু সেখানে থাকেন না। কিন্তু শয়তান চিরস্থায়ী আগ্রহের বিষয় বস্তু দিয়ে তাদের মন ভরে দেবে। ভুল বিষয়গুলাে দিয়ে সঠিক বিষয়গুলাে ঘােলাটে করে দেবার এটি তার সুযােগ। MYPBen 134.4

পার্থিব সমবেত স্থলের মাধ্যমে উত্তেজনা পূর্ণ আমােদ-প্রমােদের জন্য একটি পরীক্ষার সৃষ্টি হয় ফলে নৈতিক শক্তি দুর্বল হয়ে যায়। যারা আমােদ উল্লাস ভালােবাসে, তারা প্রাণহীন ঐশ্বতুল্য একটি পরিবেশ ভালােবাসে, কিন্তু ঈশ্বরের সঙ্গে তাদের কোনাে সম্পর্ক নেই। তাদের বিশ্বাস মৃত, তাদের উদ্দীপনা তাদের ছেড়ে গেছে। তারা খ্রীষ্ট বিহীন লােকদের কাছে সময়ােপযােগী কথা বলার কোনাে দায়িত্ব নিতে এবং প্রভুকে তাদের অন্তঃকরণ দেবার অনুরােধ করতে চায় না। -The Youth’s Instructor, April 23, 1912, also in The Youth’s Instructor, March 30, 1893. MYPBen 135.1