Go to full page →

দৈনন্দিন জীবনে বিশ্বস্ততা MYPBen 137

ঈশ্বরের কাজ সম্পূর্ণই নিখুঁত, কেননা এটি প্রতিটি ক্ষেত্রেই নিখুঁত, যে। কোনাে ক্ষুদ্রতম স্থান হােক না কেন। তিনি যেমনিভাবে এই বিশ্ব গড়েছেন। একই ভাবে ক্ষুদ্র ঘাসও অত্যধিক যত্ন সহকারে গঠন করেছেন। আমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ আমরা যদি তেমন নিখুঁত হতে চাই তাহলে প্রতিটি ক্ষুদ্র কাজেও আমাদের বিশ্বস্ত হতে হবে। যার কিছু মূল্য আছে; তার মূল্য বােধ সহকারেই সম্পন্ন করতে হবে। তােমার কাজ যা-ই হােক না কেন, তা তুমি বিশ্বস্তভাবে কর। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও সত্য কথা বল। প্রতিদিন প্রেম সুলভ কাজ কর এবং হৃষ্টচিত্তে কথা বল। জীবনে চলার পথে হাসি ছড়িয়ে যাও। যেমন তুমি এভাবে কাজ কর, ঈশ্বর তােমার উপর অনুমােদন দেবেন, আর খ্রীষ্ট একদিন তােমাকে উদ্দেশ্য করে বলবেন, উত্তম ও বিশ্বস্ত দাস।” MYPBen 137.2

বিচার দিনে, যারা তাদের দৈনন্দিন জীবনে বিশ্বস্ত ছিল, যারা তড়িৎ বেগে তাদের কাজের প্রতি লক্ষ্য রেখে কাজ করেছে, প্রশংসা বাণী শ্রবণের চিন্তাও করেনি তারা এই কথা শুনবে, “এস, আমার পিতার আশীর্বাদের পাত্রেরা, জগতের পত্তনাবধি তােমাদের জন্য যে রাজ্য প্রস্তুত করা হয়েছিল, তার অধিকারী হও।” খ্রীষ্ট তাদের বাক পটুতার, বুদ্ধিমত্তা সম্পর্কে কোনাে মন্তব্য করেন না, তারা যে বুদ্ধিমত্তার শক্তির পরিচয় দিয়েছেন, অথবা তারা স্বেচ্ছাকৃত যে দান দিয়েছেন সে বিষয়েও কিছু বলেন না। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করার জন্য পুরস্কার প্রদান করা হয়। “আমি ক্ষুধিত হয়েছিলাম, আর তােমরা আমাকে আহার দিয়েছিলে,” তিনি বলেন। “আমার এই ভ্রাতৃগণের— এই ক্ষুদ্রতমদের মধ্যে এক জনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে।” - The Youth’s Instructor, Jan. 17, 1901. MYPBen 137.3