Go to full page →

সর্বান্তঃকরণের সেবা MYPBen 141

যুবকগণ, আমি তােমাদের উদ্দেশ্য করে বলছি: বিশ্বস্ত থাক। সর্বান্তঃকরণে কাজ কর। অলসদের এবং যারা বিভক্ত সেবা দেয় তাদের অনুকরণ করাে না। তাদের অনুকরণে কাজ প্রায়ই পুনরাবৃত্তি করা হয়, তদ্বারা অভ্যাস গঠিত হয়, অভ্যাস দ্বারা চরিত্র গঠিত হয়। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ ধৈর্যপূর্বক সম্পন্ন কর। যতক্ষণ তুমি ক্ষুদ্র কাজে বিশ্বস্ত হবার গুরুত্বকে অবমূল্যায়ন কর, তােমার চরিত্র গঠন ততক্ষণ অসন্তোষজনক হবে। সর্বশক্তিমানের দৃষ্টিতে, প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ। প্রভু বলেছেন, “যে কেহ ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত, সে বড় বিষয়েও বিশ্বস্ত।” প্রকৃত খ্রীষ্টিয়ানের জীবনে কোনাে কিছুই অপ্রয়ােজনীয় নয়। MYPBen 141.1

অনেকে যারা নিজেদের খ্রীষ্টিয়ান বলে দাবি করে তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছে। অনেকে অপেক্ষায় আছে বড় একটা কাজে তাদের নিয়ে আসা হবে। প্রতিদিন তারা ঈশ্বরের প্রতি তাদের বিশ্বস্ততা প্রদর্শণের সুবর্ণ সুযােগ হারাচ্ছে; প্রতিদিন তারা জীবনের ছােট খাট কাজ সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছে, যেগুলাে তাদের কাছে কৌতূহল উদ্দীপক বলে মনে হয় না। তারা যখন বড় বড় কাজের জন্য অপেক্ষা করে থাকে, যেগুলাে তাদের কল্পনানুসারে বড় MYPBen 141.2

রকমের তালন্তের ব্যবহার করতে পারবে, আর এভাবে তারা তাদের উচ্চ আশা মেটাতে পারবে কিন্তু এভাবে, তাদের জীবন শেষ হয়ে যায় । MYPBen 142.1

আমার প্রিয় যুবক যুবতি বন্ধুগণ, হাতের নাগালের কাজগুলাে শেষ কর। তােমার মনােযােগ সমূহ সাধারণ হাতের নাগালের সাধারণ কাজগুলাের প্রতি প্রদান কর। তােমার মন এবং অন্তঃকরণ দিয়ে এ কাজ কর। তুমি গৃহে যে কাজগুলাে করতে পার তা বুদ্ধিমত্তার সঙ্গে করার জন্য তােমার চিন্তা রাশির প্রতি বল প্রয়ােগ কর। এভাবে তুমি বড় বড় কাজের জন্য উপযুক্ত হতে পারবে। মনে রাখবে যে, হিষ্কীয় রাজার বিষয় লেখা আছে “তিনি যে প্রত্যেকটি কাজ আরম্ভ করেছিলেন, তা তিনি সর্বান্তঃকরণের সঙ্গে করতেন।” MYPBen 142.2