প্রভু আমাদের পরিচালিত করার জন্য তিনটি উপায়ে আমাদের কাছে তার ইচ্ছা প্রকাশ করেন MYPBen 150.1
ঈশ্বরের রব তার ঐশ্বরিক কাজের মাধ্যমে প্রকাশিত হয়; আর আমরা যদি নিজেদের ইচ্ছামত চলে তাঁর কাছ থেকে দূরে সরে না যাই, নিজেদের ইচ্ছামত কাজ না করি এবং অপবিত্র হৃদয়ের তৎপরতা অনুসরণ না করি, যতক্ষণ আমাদের ইন্দ্রিয়সমূহ এতটাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে না পড়ে যে, অনন্তকালিন বিষয়গুলাে অদৃশ্য হয়ে যায়, তবেই আমরা তা উপলব্ধি করতে পারব; কিন্তু শয়তানের কণ্ঠস্বর এতটাই নিখুঁত ছদ্মবেশে আসে যে আমরা তা ঈশ্বরের রব বলে গ্রহণ করি । MYPBen 150.2
অন্য একটি উপায়ে ঈশ্বরের রব শােনা যায়, তা হল তার পবিত্র আত্মার আবেদনের মাধ্যমে, অন্তঃকরণের উপর ছাপ অঙ্কন করে, যা আমাদের চরিত্রের মাধ্যমে প্রকাশিত হবে MYPBen 150.3
যদি তােমার কোনাে বিষয়ে সন্দেহ হয়, তুমি সর্বপ্রথম শাস্ত্রের কাছে যাও। তুমি যদি প্রকৃত পক্ষেই বিশ্বাসের জীবন আরম্ভ করে থাক, তবে সম্পূর্ণরূপে তারই হবার জন্য তুমি তােমাকে প্রভুর কাছে সমর্পন কর, আর তিনি তােমাকে তার উদ্দেশ্য অনুসারে গঠন করার জন্য, তুমি যেন একটি সমাদরের পাত্র হতে পার। তাঁর হাতে নমনীয় হবার জন্য তােমার একটি একান্ত বাসনা থাকতে হবে যেন যে কোনাে স্থানে তিনি তােমাকে পরিচালিত করতে পারেন। তা হলে তুমি তাঁর পরিকল্পনা অনুসারে কাজ করার জন্য তাতে নির্ভর করছ, আর একই সময় নিজের পরিত্রাণের জন্য তাঁর সঙ্গে ভয়ে এবং কম্পনের সঙ্গে সহযােগিতা করে কাজ করছ। -“ Testimonies for the Church,” Vol. 5, p. 512. MYPBen 150.4