Go to full page →

আত্ম-অস্বীকার — ৪৪ MYPBen 156

যীশু নিজেকে শূন্য করলেন, আর তিনি যা কিছু করেছেন, তার মধ্যে আত্ম অহং প্রকাশিত হয়নি। তিনি যা কিছু করেছেন, সব তাঁর পিতার ইচ্ছায় সমর্পণ করেছেন। পৃথিবীতে তাঁর কাজ সমাপ্ত হয়ে আসবার সময় হয়ে আসলে তিনি বলেছিলেন, “তুমি আমাকে যে কাজ করতে দিয়েছ, তা সমাপ্ত করে আমি পৃথিবীতে তােমাকে মহিমান্বিত করেছি।” আর আমাদের বলেন, “আমার কাছে শিক্ষা কর, আমি নম্র চিত্ত এবং বিনয়ী।” যে কেউ আমার কাছে আসতে চায়, সে আপনাকে অস্বীকার করুক”; অহম সিংহাসনচ্যুত হােক, আত্মার মহাধিকার আর ধরে না রাখুক। MYPBen 156.1

যে খ্রীষ্টকে আত্ম-অস্বীকারে, তাঁর নম্র চিত্তের মধ্যে দেখে, সে জোর দিয়ে একথা বলবে, যেমন দানিয়েল বলেছিলেন যখন তিনি মনুষ্যপুত্রের ন্যায়। এক ব্যক্তিকে দেখেছিলেন, “আমার মুখ বিবর্ণ হল” ... মানব প্রকৃতি কিছু। ব্যক্ত করার জন্য সংগ্রাম করে যাচ্ছে, প্রতিযােগিতার জন্য প্রস্তুত; কিন্তু যে। ব্যক্তি খ্রীষ্টের নিকট শিক্ষা লাভ করে সে আপনাকে শূন্য করে, অহঙ্কার, মহত্ত্ব, অস্বীকার করে, আর আত্মার মধ্যে নীরবতা বিরাজ করে। অহঙ্কার পবিত্র আত্মার অধিকারে সমর্পিত হয়। তা হলে আমরা সর্বোচ্চ পদ লাভের জন্য লালায়িত হই না। আমাদের উচ্চাকাঙ্ক্ষা নেই ভীড় জমিয়ে কনুই দেখানাের জন্য, কিন্তু আমরা মনে করি যে, আমাদের সর্বোচ্চ স্থান আমাদের ত্রাণকর্তা। চরণে। আমরা যীশুর প্রতি দৃষ্টিপাত করি, তাহার হস্তের পরিচালনার অপেক্ষায়। আছি, তাঁহার স্বর আমাকে পথ দেখাবেন। প্রেরিত পৌলের এইরূপ অভিজ্ঞতা ছিল, আর তিনি বলেছিলেন, “খ্রীষ্টের সহিত আমি ক্রুশারােপিত হয়েছি, আর জীবিত নই; কিন্তু খ্রীষ্টই আমাতে জীবিত আছেন; আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি; তিনিই আমাকে প্রেম করলেন, এবং আমার জন্য আপনাকে প্রদান করলেন।” - Thoughts from the Mount of Blessing, pp. 30, 31.s MYPBen 156.2