কোনাে ব্যক্তিকে মেশিন হতে সম্মত হওয়া অথবা অন্য ব্যক্তির মন। দ্বারা চালিত হওয়া উচিৎ নয়। ঈশ্বর আমাদের চিন্তা করে কাজ করার দক্ষতা দিয়েছেন, এবং সতর্কতার সঙ্গে কাজ করে, জ্ঞানের জন্য তাঁর প্রতি দৃষ্টি দিতে হবে যেন তার দ্বারা তুমি বােঝা বহন করতে সক্ষম হতে পার। তুমি তােমার ঈশ্বর দত্ত ব্যক্তিত্ব নিয়ে দন্ডায়মান থাক। অন্য ব্যক্তির ছায়ায় নয়। প্রত্যাশা কর যে, প্রভু তােমার মধ্যে এবং তােমার জীবন দ্বারা এবং তােমার মাধ্যমে কাজ করবেন। MYPBen 184.4
কখনও চিন্তা করবে না যে, তুমি যথেষ্ট শিখেছ, এখন তুমি তােমার প্রচেষ্টা বন্ধ করে আরাম করতে পার। বিকশিত মন মানুষের পরিমাপ। সারা জীবন তােমার শিক্ষা চালু রাখবে, প্রতিদিন তােমাকে শিক্ষা লাভ করতে হবে, এবং লব্ধ জ্ঞানকে বাস্তবে ব্যবহার করতে হবে। MYPBen 184.5
মনে রাখবে, তুমি যে কোনাে পদে কাজ কর না কেন, তুমি তােমার চালিকা শক্তিকে প্রকাশ করছ, চরিত্র গঠন করছ। তুমি যে কোনাে কাজ কর না কেন, তুমি সঠিক ভাবে কর, মনােযােগ সহকারে কর; একটি সহজ কাজ খুঁজে পাবার ইচ্ছার উপরে বিজয়ী হও। MYPBen 185.1