Go to full page →

তােমার স্বাধীনতা ঘােষণা কর MYPBen 25

এটি তােমার জীবনের নিয়ম করে নেও যা থেকে কোনাে প্রলােভন বা পার্শ্ব সুবিধা তােমাকে ঈশ্বরের প্রতি সম্মান দেখানাের ক্ষেত্রে কেনা বাধা সৃষ্টি করবে না, কারণ, তিনি “জগৎকে এমন প্রেম করিলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” একজন পরিত্রাণ প্রাপ্ত হিসেবে, মুক্ত নৈতিকতার প্রতিনিধি হিসেবে, তােমরা একটি অসীম মূল্যের মুক্তিপণ দ্বারা ক্রীত, ঈশ্বর তােমাদের স্বাধীনতা সংরক্ষণ করার আহ্বান করেন, এবং স্বর্গরাজ্যের একটি মুক্ত বিষয় হিসেবে ঈশ্বর-প্রদত্ত তােমার ক্ষমতাগুলাে কাজে লাগানাের আহ্বান করেন। পাপের কৃতদাসত্বের অধীনে আর থেকো না, কিন্তু রাজাদের রাজার একজন বিশ্বস্ত প্রজা রূপে, ঈশ্বরের প্রতি তােমার বিশ্বস্ততা প্রমাণ কর। MYPBen 25.1

যীশু খ্রীষ্টের মাধ্যমে দেখাও যে তুমি ঐশ্বরিক আস্থার যােগ্য, যে কারণে প্রভু জীবন ও অনুগ্রহ দেয়ার মাধ্যমে তােমাকে সম্মানিত করেছেন । তােমাকে মন্দ শক্তির বশীভূত হওন অস্বীকার করতে হবে। শীষ্টের সৈনিক হিসেবে আমাদের, সব পরিস্থিতিতে স্বেচ্ছায় এবং বুদ্ধিপূর্বক তার পরিত্রাণের শর্ত গ্রহণ করতে হবে, সঠিক নীতিমালা লালন করতে হবে, এবং তার ওপর কাজ করতে হবে। স্বর্গীয় জ্ঞান হবে তােমার চরণের আলাে। নিজের কাছে। বিশ্বস্ত হও এবং তােমার ঈশ্বরের কাছে বিশ্বস্ত হও। যা কিছু কম্পান্বিত করা যাবে তা কম্পান্বিত হবে, কিন্তু সত্যে দৃঢ়রূপে স্থাপিত তুমি ঐ সকলের সঙ্গে অটল ভাবে থাকবে, যা কম্পান্বিত হতে পারে না। ঈশ্বরের ব্যবস্থা দৃঢ় অপরিবর্তনীয়; কেননা তা যিহােবার চরিত্রের প্রকাশ। তােমার মন স্থির কর যে, তুমি কথা অথবা প্রভাব দ্বারা এর ক্ষমতার ওপর সামান্য হলেও অশ্রদ্ধা দেখাবে না । MYPBen 25.2