Go to full page →

কর্মীদের হাত শক্ত করা ChSBen 201

অতীতে যা করা হয়েছে তার চেয়ে আমেরিকায় প্রবাসীদের কাছে তাঁর লোকেদের এই সময়ের সত্য উপস্থাপন অনেক বেশি সম্পাদন হতে দেখে ঈশ্বর খুশি হবেন। আসুন আমরা এল্ডার ওলসেনের ও তার সহকমীদের হাতকে মজবুত করি (এল্ডার ওলসেন ছিলেন জেনারেল কনফারেন্সের উত্তর আমেরিকার পরারাষ্ট্র বিভাগের তৎকালীন সাধারণ সম্পাদক)। আসুন আমরা তাদের একা লড়াইয়ের অনুমতি না দিই, তাদের মহৎ কাজের অগ্রগতিতে অন্তত সামান্যতম সহযোগ দান করি।-- The Review and Herald, October 29, 1914. ChSBen 201.2

এল্ডার ওলসেন অবশ্য আমাদের ইটালিয়ান, সার্বিয়ান, রুমানিয়ান, রাশিয়ান, এবং কতিপয় অন্যান্য জাতীয়তার মধ্যে উৎসাহজনক সূচনা সম্পর্কে বলেছিলেন। যা কিছু সাধিত হয়েছে তার জন্য আমরা তার সঙ্গে আনন্দ করি, তবুও আমাদের হৃদয় এই জেনে মর্মাহত হয় যে যা কিছু সম্পাদিত হওয়ার কথা ছিল তা হয়নি কেবলমাত্র সংস্থানের অভাবে। আমরা আশা করি যে বিশেষ দানসংগ্রহ ... আমাদের আমেরিকার সমস্ত র্চাচ থেকে, দেশের সমস্ত মহান নগরীতে উদ্দীপনামূলক কাজের অগ্রগতিতে আমাদের ভাইয়েদের এই বিভাগে আরও বেশি সক্ষমতা প্রদান করবে। এইভাবে অনেকে আমাদের মর্যাদায় জয়ী হতে পারে, এবং এদের মধ্যে কর্মী তৈরি হতে পারে যারা নিজেদের দেশে নিজেদের জাতীয়তায় এবং পৃথিবীর অপরাপর জাতিপুঞ্জের মধ্যেও এই বার্তা প্রচার করতে পারে। -- The Review and Herald, October 29, 1914. ChSBen 201.3