Go to full page →

খ্রীষ্টের উত্তরসূরি ChSBen 255

পবিত্র আত্মা খ্রীষ্টের প্রতিনিধি, কিন্তু মানবতার ব্যক্তিত্ববিহীন, এবং তার থেকে স্বতন্ত্র। মানবতায় আবদ্ধের কারণে, খ্রীষ্ট ব্যক্তিগতভাবে সব জায়গায় থাকতে পারেন নি। তাই তাদের স্বর্থে তিনি পিতার কাছে গিয়েছিলেন এবং আত্মাকে পৃথিবী তাঁর উত্তরসূরি হিসাবে প্রেরণ করেছিলেন। কারও অবস্থান বা খ্রীষ্টের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযাগের সূত্রে তখন কোন অসুবিধা নাই। আত্মার দ্বারা ত্রাণকর্তা সকলের উপলব্ধ। এই অর্থে তিনি ঊর্ধ্বরোণের আগের চেয়ে তাদের নিকটবর্তী হন। -- The Desire of Ages, 669. ChSBen 255.3