Go to full page →

মানবিক নীতিবাদিগণ ChSBen 48

নিজেদের খ্রীষ্টান বলে যারা দাবি করেন তাদের অনেকেই নিছক মানব নৈতিকতাবাদী। জগতের সামনে তাঁকে উপস্থাপন করে খ্রীষ্টকে সম্মানিত করার একমাত্র উপহারকে তারা প্রত্যাখ্যান করেছে। পবিত্র আত্মার কাজ তাদের কাছে একটি অদ্ভুত কাজ। বাক্যের কাজ তারা সাধন করেনি। স্বর্গীয় নীতিগুলি যা খ্রীষ্টের সঙ্গীদের থেকে জগতের সঙ্গীদের পৃথক করে তা প্রায় অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। খ্রীষ্টের স্বঘোষিত অনুসারীরা এখন আর আলাদা এবং বিশিষ্ট লোক নাই। সীমা নির্ধারণের রেখাটি অস্পষ্ট। জনতা জাগতিক প্রথা, রীতিরেওয়াজ, এবং স্বার্থপরতার অধীনস্থ হয়ে গেছে। মণ্ডলী ব্যবস্থা লঙ্ঘনের মাধ্যমে জগতের অনুগত হয়েছে, যেখানে ব্যবস্থা পালনের মাধ্যমে জগৎকে মণ্ডলীর অধীনস্থ হতে হয়। প্রতিদিন মণ্ডলী জগতে রূপান্তরিত হচ্ছে। -Christ’s Object Lessons, 315, 316. ChSBen 48.2