Go to full page →

যুদ্ধের দামামায় জগ প্রকম্পিত ChSBen 58

বিশ্ব আজ যুদ্ধের উদ্দীপনা আলোড়িত। দানিয়েল একাদশ অধ্যায়ের ভবিষ্যদ্বাণী প্রায় সম্পূর্ণরূপে পূর্ণ হতে চলেছে। শীঘ্রই ভাববাণীতে উল্লেখিত কষ্টের দৃশ্যগুলি প্রতিভাত হবে। -Testimonies for the Church 9:14. ChSBen 58.4

আমাকে পৃথিবীর বাসিন্দাদের চূড়ান্ত বিভ্রান্তি দেখানো হয়েছিল। যুদ্ধ, রক্তক্ষয় ক্লেশ, দুর্ভিক্ষ ও মহামারী সমুদয় জগতে পরিব্যপ্ত হয়েছিল। ... তখন আমার দৃষ্টি ঘটনাস্থল থেকে আকর্ষণ করা হয়। মনে হচ্ছিল কিছুটা সময় শান্তি আছে। আর একবার পৃথিবীবাসীদের আমার সামনে উপস্থাপন করা হল; এবং পুনরায় সবকিছু চূড়ান্ত বিভ্রান্তিতে দেখা গেল। দুর্ভিক্ষ ও মহামারীর সঙ্গে লড়াই, যুদ্ধ, এবং রক্তপাত সর্বত্র ছড়িয়ে পড়ল। এই যুদ্ধ এবং বিশৃঙ্খলায় অন্যান্য জাতিগুলি লিপ্ত ছিল। যুুেদ্ধর ফলে দুর্ভিক্ষের প্রার্দুভাব ঘটল। অভাব এবং রক্তপাত মহামারী সৃষ্টি করল। তখন মানুষের প্রাণ “পৃথিবীর আসন্ন বিষয়গুলি দেখে” আতঙ্কিত হল। -Testimonies for the Church 1:268. ChSBen 58.5