Go to full page →

ভারী মুকুটের লক্ষ্যে ChSBen 111

আমাদের অবশ্যই ক্লান্ত বা জ্ঞানহারা হলে চলবে না। স্থায়ী গৌরবের বিনিময়ে স্বাচ্ছন্দ্য, বৈশয়িক সুবিধা এবং ভোগবিলাস কিম্বা ইন্দ্রিয় চরিতার্থতায় মত্ত হলে ভয়ানক ক্ষতির সম্ভাবনা আছে। বিজয়ীর জন্য অপেক্ষা করছে ঈশ্বরের স্বহস্তের পুরস্কার। আমাদের কেউ এটা উপার্জন করতে পারে না; এটা তার পক্ষে কৃতজ্ঞতা। বিস্ময়কর এবং গৌরবময় হবে এই উপহার , কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে যে ” এক তারা গৌরবে অন্য তারার চেয়ে পৃথক।” তবে যেহেতু আমাদের প্রভুত্ব করার আহ্বান জানানো হয়েছে, যীশুর শক্তি হবে আমাদের লক্ষ্য, যেন মুকুটটি তারকায় ভারী হয়ে ওঠে। ” জ্ঞানী লোকেরা বিতানের ন্যায় জ্বলজ্বল করবে , এবং তারা যারা ধার্মিকতায় অনেককে জয় করে, নক্ষত্রের ন্যায় চিরকাল বিরাজ করবে। ” -The Review and Herald , October 25,1881. ChSBen 111.1