Go to full page →

শেষ বর্ষার প্রতিজ্ঞা LDEBeng 132

প্রেরিতগণের সময়ে আত্মার বর্ষণ “অগ্রিম বর্ষা” ছিল, ফলাফল গৌরবপূর্ণ ছিল। কিন্তু শেষ বর্ষা আরও অধিক প্রাচুর্য্যপূর্ণ হইবে। —8T 21 (1904). LDEBeng 132.8

পৃথিবীর শস্য চয়নের শেষে; বিশেষ আধ্যাত্মিক অনুগ্রহ প্রদানের মন্ডলীকে মনুষ্যপুত্রের আগমনের নিমিত্ত বিশেষ আধ্যাত্মিক অনুগ্রহ প্রদানের প্রতিজ্ঞা করা হইয়াছে। এই আত্মার বর্ষণ শেষ বর্ষার ন্যায়। - AA 55 (1911). LDEBeng 132.9

ঈশ্বরের অস্তিম দন্ডাজ্ঞা পৃথিবীর উপরে আসিবার পূর্বে সদাপ্রভুর লোকদের মধ্যে এমন এক আদিম ঈশ্বর প্রেমের উদ্দীপনা দেখা যাইবে যাহা প্রৈরিতিক যুগের পরে আর দেখা যায় নাই। ঈশ্বরের আত্মা ও শক্তি তাঁহার সন্তানদের উপরে বর্ষিত হইবে। — GC 464 (1911). LDEBeng 133.1

কার্য্য পঞ্চাশত্তমীর দিনের ন্যায় হইবে। মহামূল্যবান বীজ অঙ্কুরিত হইবার নিমিত্ত সুসমাচার প্রচার উদ্বোধন করিতে আত্মার বর্ষণ দ্বারা যেরূপ” অগ্রিম বর্ষা” দত্ত হইয়াছিল, সেই রূপে ইহা সমাপ্ত করিতে ফসল চয়নের নিমিত্ত “শেষ বর্ষা” বর্ষিত হইবে। — GC 611 (1911). LDEBeng 133.2