Go to full page →

সকলেই শেষ বর্ষা প্রাপ্ত হইবে না LDEBeng 139

আমাকে দেখান হইয়াছে যে ঈশ্বরের লোকেরা তাহাদের নিজেদের দিক হইতে কোন চেষ্টা করেনা, কিন্তু অপেক্ষা করিয়া রহিয়াছে যে তাপশান্তি তাহাদের উপরে আসিয়া তাহাদের ভ্রান্তি অপসারণ করিবে এবং ভুল শোধরাইয়া দিবে; যদি তাহারা মনে করে ইহা তাহাদিগকে তাহাদের মাংসের ও আত্মার কলুষতা পরিষ্কার করিবে ও তৃতীয় দূতের উচ্চরবের সহিত মিলিত হইবার যোগ্য করিবে, তবে তাহারা লঘুরূপে নির্ণিত হইবে। — IT 619 (1867): LDEBeng 139.1

আমরা কি’ সমগ্রমন্ডলীকে পুনর্জীবিত দেখিবার প্রত্যাশা করিতেছি? সেই সময় কখনও আসিবে না। মণ্ডলীতে অনেক লোক রহিয়াছে যাহারা পরিবর্তিত নহে, এবং যাহারা একাগ্র, সর্বদা প্রার্থনায় মিলিত হইবে না। আমরা পৃথক পৃথকভাবে কার্য্যে প্রবেশ করিব। আমরা বেশি প্রার্থনা করিব কথা কম বলিব। —ISM 122 (1887). LDEBeng 139.2

আমরা নিশ্চিত হইতে পারি যে যখন পবিত্র আত্মা বর্ষিত হইবে যাহারা অগ্রিম বর্ষা প্রাপ্ত হয় নাই বা পছন্দ করে নাই তাহারা শেষ বর্ষার মূল্য বুঝিতে পারিবেনা বা দেখিতে পাইবে না। —TM 399 (1896 ) LDEBeng 139.3

কেবল যাহারা প্রাপ্ত আলো অনুযায়ী জীবন যাপন করিতেছে তাহারা বৃহত্তর আলো প্রাপ্ত হইবে। আমরা যদি সক্রিয় খ্রীষ্টিয়ান গুণাবলীর দৃষ্টান্তে দৈনিক অগ্রসর না হই, তাহা হইলে আমরা শেষ বর্ষায় পবিত্র আত্মার প্রকাশ সমূহ চিনিতে পারিব না । আমাদের চতুর্দিকে হয়তো অন্যের উপর বর্ষিত হইতে থাকিবে, কিন্তু আমরা উপলব্ধি করিতে পারিব না বা প্রাপ্ত হইব না — TM 507 (1897). LDEBeng 139.4

যাহারা পরিকল্পিত প্রচেষ্টা করে না, কিন্তু কেবল অপেক্ষা করিয়া থাকে যে পবিত্র আত্মা তাহাদিগকে সক্রিয় হইতে বাধ্য করিবেন, তাহারা অন্ধকারে ধ্বংস হইবে । তুমি ঈশ্বরের কার্য্যে কিছু না করিয়া চুপ করিয়া বসিয়া থাকিবে না। ChS 228 (1903). LDEBeng 139.5