Go to full page →

ঈশ্বরের শেষ সতর্কবাণী LDEBeng 142

ঈশ্বর প্রকাশিত ১৪ অধ্যায়ের বার্তা সমূহ ভবিষদ্বাণী ধারায় স্থাপন করিয়াছেন এবং ইহার কার্য্য পৃথিবীর ইতিহাসের শেষ না হওয়া পর্য্যন্ত বন্ধ হইবে না। —EGW’ 88 804 (1890). LDEBeng 142.5

প্রকাশিত ১৮ অধ্যায় সেই সময়কে নির্দেশ করে যখন, প্রকাশিত ১৪: ৬-১২ অধ্যায়ের ত্রিগুণ সতর্কবাণী প্রত্যাখানের ফলে মন্ডলী দ্বিতীয় দূতের ভবিষ্যদ্বাণীর অবস্থায় পূর্ণরূপে উপনীত হইবে, এবং ঈশ্বরের লোকেরা যাহারা এখনও বাবিলে থাকিবে তাহাদের তাহার দল হইতে পৃথক হইবার আহবান জানান হইবে। ইহাই পৃথিবীকে দেয় শেষ বার্তা। -GC 390 (1911). LDEBeng 142.6

[প্রকাশিত ১৮:১,২,৪ উদ্ধৃত।] এই শাস্ত্রীয় অংশ ভবিষ্যতের একটি সময়কে নির্দেশ করে যখন প্রকাশিত ১৪ (৮পদ) অধ্যায়ের দ্বিতীয় দূতের, বাবিলের পতনের ঘোষণা পুনর্বার ঘোষিত হইবে, ইহার সহিত ১৮৪৪ খ্রীষ্টাব্দের গ্রীষ্মে ঘোষিত হইবার পরে বাবিল সৃষ্টিকারী সংগঠনগুলির মধ্যে যে সকল দূর্নীতি প্রবেশ করিয়াছে, তাহাও উল্লেখ করা হইবে । -- এই সকল বিজ্ঞপ্তি,তৃতীয় দূতের বার্তার সহিত মিলিত হইয়া পৃথিবী নিবাসীগণের নিমিত্ত শেষ সতর্ক বাণী রূপে দত্ত হইবে।--- অসামরিক কর্তপক্ষ কর্তৃক বাবিলের পাপসকল খুলিয়া ধরা হইবে। অসামরিক কর্তপক্ষ কর্তৃক মন্ডলীর পালনীয় সমূহের বলবৎ করণের ভয়াবহ পরিণতি সমূহ, প্রতিবাদে হামলা। পোপীয় শক্তির গোপনীয় ভাবে কিন্তু দ্রুত অগ্রগতি সবকিছুর মুখোশ খুলিয়া দেওয়া হইবে। এই সকল আনুষ্ঠানিক সতর্কবাণী দ্বারা লোকেরা বিচলিত হইর। ইতি পূর্বে যাহারা এইরূপ বাক্য শ্রবণ করে নাই এমন সহস্ৰ সহস্ৰ লোক শ্রবণ করিবে। —GC 603, 604, 606 (1911). LDEBeng 142.7