Go to full page →

অনেক অ্যাডভেন্টিষ্ট নিজেদিগকে আলোর বিরুদ্ধে করিবে দৃঢ় LDEBeng 149

[সেভেন্থ-ডে অ্যাডভেন্টিষ্ট] মন্ডলীর মধ্যে ঈশ্বরের শক্তির চমৎকার প্রকাশ থাকিবার কথা, কিন্তু যাহারা নিজেদিগকে সদাপ্রভুর সন্মূখে নত করে নাই, পাপ স্বীকার ও অনুতাপ দ্বারা হৃদয় দ্বার খুলিয়া দেয় নাই, তাহাদের উপর ইহা আসিবে না । LDEBeng 149.2

যাহা পৃথিবীকে ঈশ্বর মহিমায় উদ্ভাসিত করে, সেই শক্তি প্রকাশ পাইলে, তাহারা তাহাদের অন্ধত্বে ইহাকে ভয়ংকর, তাহাদের নিকট ভয় উদ্রেককারী মনে করিয়া তাহারা তাহা প্রতিরোধ করিবার নিমিত্ত দৃঢ় হইবে। যেহেতু ঈশ্বর তাহাদের চিন্তা ও প্রত্যাশা অনুযায়ী করেন নাই সেইহেতু তাহারা কার্য্যের বিরোধিতা করিবে। তাহারা প্রশ্ন করিবে, LDEBeng 149.3

আমরা এত বৎসর কার্যের সহিত সংযুক্ত রহিয়াছি, আমরা কেন ঈশ্বরের আত্মাকে চিনিব না? — RH Extra, Dec 23, 1890. LDEBeng 149.4

তৃতীয় দূতের বার্তা বোঝা যাইবে না, যে আলো পৃথিবীকে উহার মহিমা দ্বারা আলোকিত করিবে, যাহারা এই আলোকের অগ্রসরমান মহিমায় চলিতে অস্বীকার করিবে, তাহারা উহাকে মিথ্যা আলো বলিবে। — RH May 27, 1890. LDEBeng 149.5