Go to full page →

বিস্তর লোক আহবানে সাড়া দিবে LDEBeng 150

যাহারা বিভিন্ন ধর্মীয় দলে ছড়াইয়া ছিল তাহারা আহবানে সাড়া প্রদান করিয়াছিল এবং লোটকে যেমন সদোম ধ্বংসের সময়ে ত্বরিত বাহির করিয়া লওয়া হইয়াছিল তদ্রূপ ধ্বংসোন্মুখ মন্ডলী হইতে বহুমূল্য আত্মাগণকে বাহিরে লইয়া যাওয়া হইবে। -EW279(1858). LDEBeng 150.3

একদল অবিচলিত বিশ্বাসী থাকিবে যাহারা প্রস্তরের ন্যায় শেষ পরীক্ষা পর্য্যন্ত দৃঢ়রূপে দন্ডায়মান থাকিবে। -3SM 390 (1888). LDEBeng 150.4

জগতে সারি হ ই তে মন্ড লী সমূহ হইতে এমন কি ক্যাথলিক মন্ডলী হইতে বাহির হইয়া আসিবে, যাহাদের উৎসাহ, যাহারা এযাবৎ প্রচার কার্য্য করিয়া আসিতেছে, তাহাদের হইতে বহু গুনে ছাড়াইয়া যাইবে। —3SM386, 387 (1889). LDEBeng 150.5

বিস্তর লোক বিশ্বাস গ্রহণ করিবে এবং সদাপ্রভূর বাহিনীতে যোগদান করিবে। -EV700 (1895). LDEBeng 150.6

অনেকে যাহারা খোঁয়াড় হইতে বিচ্ছিন্ন হইয়াছে। তাহারা পুনরায় মহান মেষপালকের নিকট ফিরিয়া আসিবে। —6T 401 (1900). LDEBeng 150.7

পৌত্তলিক আফ্রিকায়, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের ক্যাথলিক দেশে, চীন, ভারত, সমুদ্র মধ্যস্থিত দ্বীপ সমুহ এবং পৃথিবীর সকল অন্ধকারাচ্ছন্ন কোন্ সমূহের মধ্য ঈশ্বরের এক আন্তরিক্ষ পূর্ণ মনোনীতরা সংরক্ষিত রহিয়াছে, যাহারা অন্ধকারে জ্বলিবার ও স্খলিত পৃথিবীতে তাঁহার ব্যবস্থার প্রতি বাধ্যতার পরিবর্তনকারী শক্তির অপেক্ষায় রহিয়াছে। এমনকি এখনও তাহারা প্রত্যেক দেশে, প্রত্যেক ভাষা ও লোকদের মধ্যে দেখা যাইতেছে,এবং গভীরতম পদঙ্খলনের সময় যখন শয়তানের চূড়ান্ত প্রচেষ্টা দ্বারা “ক্ষুদ্র ও মহান, ধনী ও দরিদ্র স্বাধীন ও দাস সকলকেই” মৃত্যুর দন্ডাজ্ঞা দ্বারা মিথ্যা বিশ্রাম দিনের প্রতি আনুগত্যের প্রকাশের চিহ্ন গ্রহণ করাইবে, তখন এই সকল বিশ্বস্তেরা “অনিন্দনীয় ও অমায়িক --ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান “রূপে” জগতে জ্যোতিগণের ন্যায় প্রকাশ পাইবে। —PK188, 189 (C.1914) LDEBeng 150.8