Go to full page →

মুদ্রিত পৃষ্ঠার প্রভাব LDEBeng 152

এক দিনে এক সহস্রের অধিক মন পরিবর্তন করিবে, ইহাদের অধিকাংশ আমাদের প্রকাশনার মাধ্যমে তাহাদের প্রথম বিশ্বাস উৎপাদনের সূত্র খুজিয়া পাইবে। — EV 693 (1885). LDEBeng 152.1

এই পুস্তকের [দ্য গ্রেট কনট্রোভার্সি] বর্তমান বিতরণের ফলাফল দেখিয়া ইহার বিচার করা যাইবে না। ইহা পাঠ করিয়া অনেক আত্মা জাগ্রত হইয়া তৎক্ষনাৎ ঈশ্বরের আজ্ঞা পালন কারীদিগের সহিত নিজেদিগকে যুক্ত করিবে। কিন্তু বৃহত্তর একটি দল যাহারা ইহা পাঠ করিয়াছে তাহারা ইহাতে বর্ণিত ভবিষ্যদ্বাণী ঘটিতে না দেখিয়া তাহাদের অবস্থান গ্রহণ করিবে না। কতগুলি ভবিষ্যদ্বাণীর পূর্ণতা অপর গুলির সফলতা সম্পর্কে বিশ্বাস আনয়ন করিবে এবং শেষ কার্য্যে যখন সদাপ্রভূর মহিমায় পৃথিবী আলোকিত হইবে, অনেক আত্মা এই মাধ্যমের ফলে ঈশ্বরের আজ্ঞায় তাহাদের অবস্থান গ্রহণ করিবে। —CM128, 129 (1890). LDEBeng 152.2

আমাদের প্রকাশনা সমূহে সেই দূতের কার্য্যেরবৃহত্তর অংশ সাধন করিবে, যে দূত মহা ক্ষমতাপন্ন এবং যাহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল [প্রকাশিত ১৮;১]—7T140 (1902). LDEBeng 152.3