Go to full page →

এখন মূদ্রাঙ্কনের সময়ে LDEBeng 158

আমি দেখিয়াছি পবিত্র স্থানে মধ্যস্থতা কার্য্য শেষ হইবার ও দ্বিতীয় পর্দার ভিতরে প্রবেশ করিবার পূর্বে শাব্বাথের উপরে বর্তমান পরীক্ষা আসিবে;। সুতরাং ১৮৪৪ খ্রীষ্টাব্দের সপ্তম মাসে, মধ্য রাত্রির উচ্চরব সমাপ্ত হইবার পরে, অতিপবিত্রস্থানের দ্বার খুলিবার পূর্বে যে সকল খ্রীষ্টিয়ান নিদ্রিত হইয়াছে, এবং যাহারা প্রকৃত শাব্বাথ পালন করে নাই,এখন প্রত্যাশায় সমাধিস্থ, কারণ তাহাদের নিকট জ্যোতি এবং দ্বার খুলিবার পরে এখন আমাদের নিকট শাব্বাথের উপরে যে পরীক্ষা রহিয়াছে; তাহা তাহাদের ছিল না। আমি দেখিয়াছি শয়তান এই বিষয়ে ঈশ্বরের কিছু লোকদিগকে প্রলোভিত করিতেছে। কারণ বহু ভাল খ্রীষ্টিয়ান বিশ্বাসে বিজয়ী হইয়া নিদ্রাগত হইয়াছে কিন্তু প্রকৃত শাব্বাথ পালন করে নাই, এখন ইহা আমাদের নিমিত্ত পরীক্ষা কিনা, এ বিষয়ে তাহারা সন্দেহ পোষণ করিতেছে শয়তান এখন এই মুদ্রাঙ্কনের সময়ে সর্ব প্রকার কৌশল অবলম্বন করিতেছে যেন ঈশ্বরের লোকদের মন বর্তমান সত্য হইতে সরাইয়া তাহাদিগকে দ্বিধান্বিত করিতে পারে -- EW42, 43 (1851). LDEBeng 158.1

আমি দেখিয়াছি সে (মিসেস হেস্টিংস) মুদ্রাঙ্কিত হইয়াছে এবং ঈশ্বরের রবে উঠিয়া আসিবে এবং পৃথিবীর উপর দাঁড়াইবে এবং ১,৪৪ সহস্রের সহিত থাকিবে আমি দেখিয়াছি তাহার নিমিত্ত আমাদের শোক করিবার প্রয়োজন নাই; সে সংকট কালে সমাধিস্থ থাকিবে। --2SM 263 (1850). LDEBeng 158.2

আমাদের এই পৃথিবীতে অনেকে জীবিত আছে যাহারা চারি কুড়ি দশ বৎসর অতিক্রম করিয়াছে। বৃদ্ধ বয়সের স্বাভাবিক অবস্থা তাহাদের দূর্বলতায় দৃষ্ট হয়। কিন্তু তাহারা ঈশ্বর কে বিশ্বাস করে; ঈশ্বর তাহাদের ভালবাসেন তাহাদের উপরে ঈশ্বরের মুদ্রাঙ্কন রহিয়াছে, তাহারা সেই সংখ্যকদের মধ্যে থাকিবে যাহাদের সদাপ্রভু বলিয়াছেন, “ধন্য সেই মৃতেরা যাহারা এখন অবধি প্রভূতে মরে”--7BC 982 (1899). LDEBeng 158.3

ওহ, ঈশ্বরের মুদ্রাঙ্ক যেন আমাদের উপরে দত্ত হয়। LDEBeng 158.4

কিছুক্ষণ পরই প্রত্যেকে যে, ঈশ্বরের সন্তান তাহার উপর তাঁহার মুদ্রাঙ্ক স্থাপন করা হইবে। ওহ্, ইহা হয়তো আমাদের ললাটে স্থাপন করা হইবে। দূত যখন ঈশ্বরের দাসগণকে তাহাদের ললাটে মুদ্রাঙ্ক স্থাপন করিয়া যাইতে থাকিবে তখন কাহাকেও কাটাইয়া যাইবার চিন্তা করিতে পারে -- 7BC 969, 970 ( 1889). LDEBeng 158.5

সত্যে বিশ্বাসীগণ যদি এই সকল তুলনামূলক শান্তিপূর্ণ দিনে তাহাদের বিশ্বাস দ্বারা শক্তিমন্ত না থাকিতে পারে, তাহা হইলে যখন তাহাদের ললাটে ও হস্তে পশুর ছাপ ধারণ ও তাহার প্রতিমূর্তির ভজনা না করিলে তাহাদের বিরুদ্ধে আদেশ জারী ও মহা পরীক্ষা উপস্থিত হইবে তখন কিসে তাহাদিগকে তুলিয়া ধরিবে? এই গুরুত্ব পূর্ণ সময় বেশী দূরে নহে। সঙ্কট কালে দূর্বল ও অস্থিরমতি না হইয়া ঈশ্বরের লোকদের শক্তি ও সাহস সংগ্রহ করা আবশ্যক। -- 4T 251 (1876). LDEBeng 158.6