Go to full page →

যখন মুদ্রাঙ্কন সমাপ্ত হইবে তখন পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবে LDEBeng 162

আমরা ইহাতে [সংকট কালে] প্রবেশের পূর্বমুহূর্তে, আমরা সকলে জীবন্ত ঈশ্বরের মুদ্রাংক লাভ করিব । ইহার পরে আমি দেখিলাম চারি দূত চারি বায়ু ছাড়িয়া দিল । এবং আমি দেখিলাম দুর্ভিক্ষ মহামারী এবং খড়গ, জাতির বিরুদ্ধে জাতি উঠিল,এবং সমগ্র পৃথিবী বিশৃঙ্খলায় পূর্ণ হইল। —7BC 968 (1846) LDEBeng 162.2

আমি দেখিলাম স্বর্গে দূতগণ ব্যস্ত হইয়া ইতস্তত: যাতায়াত করিতেছে । একদূত তাহার পার্শ্বে লেখকের কালির দোয়াত লইয়া পৃথিবী হইতে ফিরিয়া আসিয়া যীশুর কাছে বলিল যে, তাহার কার্য্য সমাপ্ত হইয়াছে, এবং সাধুপণ গণিত এবং মুদ্রাঙ্কিত হইয়াছে। পরে আমি দেখিলাম যীশু যিনি দশ আজ্ঞা বিশিষ্ট নিয়ম সিন্দুকের সম্মুখে যাজকত্ব করিতেছিলেন, ধূপদানী ফেলিয়া দিলেন। তিনি তাঁহার হস্ত উত্তোলন করিলেন, এবং উচ্চস্বরে বলিলেন, “সমাপ্ত হইল ।” —EW 279 (1858). LDEBeng 162.3

মনে হয় কেবল একটি মূহুর্ত, তথাপি বাকি রহিয়াছে। কিন্তু যদিও জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠিতেছে, এখন কোন সার্বজনীন /সাধারণ যুদ্ধ নাই। ঈশ্বরের দাসগণে কপালে মুদ্রাঙ্কনের পূর্ব পর্যন্ত এখনও চারি বায়ু ধরা রহিয়াছে। পরে পৃথিবীর সকল শক্তি তাহাদের সেনাদল লইয়া অন্তিম মহাযুদ্ধের নিমিত্ত একত্রিত হইবে । -6T14 (1900). LDEBeng 162.4

একদূত পৃথিবী হইতে ফিরিয়া আসিয়া ঘোষণা করিল যে তাহার কাৰ্য্য সমাপ্ত হইয়াছে; পৃথিবীর উপরে অন্তিম পরীক্ষা আনয়ন করা হইয়াছে, এবং যাহারা স্বর্গীয় বিধানের প্রতি অনুগত প্রমানিত হইয়াছে তাহারা “জীবন্ত ঈশ্বরের মুদ্রাংঙ্ক প্রাপ্ত হইয়াছে। তখন যীশু স্বর্গীয় ধর্মধামে মধ্যস্থতার কার্য্য বন্ধ করিলেন। তিনি হস্ত উত্তোলন পূর্বক উচ্চস্বরে এই কথা বলেন, “সমাপ্ত হইল।” — GC613 (1911). LDEBeng 162.5