Go to full page →

শয়তান অনুমান করে যে পরিত্রাণের দ্বার রুদ্ধ হইয়াছে LDEBeng 165

সঙ্কট কালে শয়তান দুষ্টগণকে উত্তেজিত করিবে এবং তাহারা ঈশ্বরের লোকদিগকে ধ্বংস করিবার নিমিত্ত ঘিরিয়া ফেলিবে। কিন্তু জানেনা যে স্বৰ্গীয় পুস্তক সমূহে তাহাদের নামের বিপরিতে “ক্ষমা” লিখিত হইয়াছে। — RH Nov. 19, 1908 LDEBeng 165.5

শয়তান এটাকে যেমন যাকোবের বিরুদ্ধে যুদ্ধে যাইতে প্ররোচিত করিয়াছিল তদ্রুপ, সে সঙ্কট কালে দুষ্টগণকে ঈশ্বরের লোকদের ধ্বংস করিতে উত্তেজিত করিবে। সে দেখে পবিত্র দূতগণ তাহাদিগকে পাহারা দিতেছে, সে অনুমান করে যে, তাহাদের পাপ ক্ষমা হইয়াছে, কিন্তু সে জানে না যে উপরস্ত ধর্মধামে তাহাদের মামলা নিষ্পত্তি হইয়াছে। —GC 618 (1911). LDEBeng 165.6