Go to full page →

দুষ্ট দিগের নিমিত্ত আর কোন প্রার্থনা নহে LDEBeng 166

ঈশ্বরের পুরোহিতগণ তাহাদের শেষ কার্য্য সকল সমাপ্ত করিয়াছে, তাহাদের শেষ প্রার্থনা সকল উসর্গ করিয়াছে; একটি বিদ্রোহী মন্ডলী এবং একদল অধার্মিক লোকদের নিমিত্ত শেষ অশ্রুপাত করিয়াছে। তাহাদের শেষ সতর্কবাণী প্রদত্ত হইয়াছে। যাহারা সত্য জানে বলিয়া দাবী করিত কিন্তু যথাযথ জীবন যাপন করিত না, আহা। কত শীঘ্র তাহারা কৃপণের ন্যায় সঞ্চিত লালিত ও দৃঢ় মুষ্টিবদ্ধ জামবাড়ী, টাকা পয়সা সান্ত্বনার নিমিত্ত দান করিবে, যেন পরিত্রাণ ব্যাখ্যা করার নিমিত্ত, একটি আশার বাণী শ্রবণ করিবার নিমিত্ত,একটি প্রার্থনা বা তাহাদের পুরোহিতগণের নিকট হইতে একটি উপদেশ পাইবার নিমিত্ত ব্যবহৃত হইতে পারে। কিন্তু না, তাহারা বৃথাই ক্ষুধিত ও তৃষিত হইবে; তাহাদের তৃষ্ণা কখনই নিবারিত হইবে না, তাহারা কোন সান্ত্বনাই পাইবে না। তাহাদের মামলার সিদ্ধান্ত হইয়াছে এবং চিরকালের নিমিত্ত নিষ্পত্তি স্থির হইয়াছে । ইহা একটি ভয়াবহ এবং সাংঘাতিক সময়। Ms 1, 1857 LDEBeng 166.2

যে সময়ে ঈশ্বরের দন্ডাজ্ঞা অনুগ্রহ বিহীন রূপে পতিত হইতে থাকিবে, আহা! তখন যাহারা সদাপ্রভুকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা সকল পালন করে তাহাদের লুকাইবার নিমিত্ত সদাপ্রভূর আশ্রয় শিবির “পরাপরের অন্তরালে” আশ্রয় গ্রহণকারীদের প্রতি দুষ্টেরা কতই না ঈর্ষান্বিত হইবে। এই সময়ে যাহারা তাহাদের পাপের নিমিত্ত যাতনা গ্রস্ত তাহাদের নিকট ধার্মিকগণের অবস্থা ঈর্ষার বস্তু হইবে। কিন্তু দুষ্টদের নিমিত্ত অনুগ্রহের দ্বার রুদ্ধ হইয়া গিয়াছে পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার পরে তাহাদের পক্ষে কোন প্রার্থনা উসর্গীকৃত হয়না। -3BC 1150 (1901). LDEBeng 166.3