Go to full page →

সমগ্র পৃথিবী ধ্বংসের সহিত জড়িত থাকিবে LDEBeng 169

আসন্ন ধ্বংসের সতর্কবাণী পৃথিবীকে দিবার পূর্বে যাহাতে প্রবাহিত না হয় এই কারণ দূতগণ এখন বিবাদের বায়ু ধরিয়া রাখিয়াছেন। কিন্তু একটি ঝড় পৃথিবীর উপরে বহিবার অপেক্ষায় প্রস্তুত হইতেছে, এবং যখন ঈশ্বর তাঁহার দূতগণকে ছাড়িয়া দিতে আদেশ দিবেন, তখন এমন বিবাদের দৃশ্য হইবে যাহা কোন লেখনী চিত্রিত করিতে পারিবে না। -3Ed 179, 180 (1903). LDEBeng 169.4

যিরুশালেমের উপরে দন্ডাজ্ঞা পতিত হইবার সম্পর্কে ত্রাণ কর্তার ভবিষ্যদ্বাণীর আরও একটি পূর্ণতা হইবে, যাহার নিকট এই ভয়ানক উচ্ছিন্নতা একটি অস্পষ্ট ছায়ামাত্র । মনোনীত নগরীর পরিণতিতে আমরা ঈশ্বরের অনুগ্রহ প্রত্যাখ্যান এবং তাঁহার ব্যবস্থাকে পদদলনকারী একটি পৃথিবীর ধ্বংস দেখিতে পাইব। -GC36(1911). LDEBeng 170.1

শয়তান তখন পৃথিবীর অধিবাসীদিগকে এক মহা অন্তিম সঙ্কটের মধ্যে নিমজ্জিত করে। ঈশ্বরের দূতগণ যখন মনুষ্যের তীব্র অনুভূতির প্রবল বায়ু ছাড়িয়া দিবেন, তখন সংঘাতে সকল উপাদান অবমুক্ত হইবে। পূরাকালের যিরুশালেমের উপরে যাহা আসিয়াছিল তাহা অপেক্ষা আরও অধিক ভয়ঙ্কর ধ্বংসের মধ্যে সমগ্র পৃথিবী জড়িত হইয়া পড়িবে। -GC 614 (1911). LDEBeng 170.2