Go to full page →

ষষ্ঠ আঘাত LDEBeng 176

শয়তানের আত্মাগণ স্বর্গীয় প্রশাসনের বিরুদ্ধে শয়তানের শেষ যুদ্ধে তাহার সহিত যোগ দিতে এবং প্রতারণা দ্বারা তাহাদিগকে জড়াইয়া সমগ্র পৃথিবী ও উহার সকল রাজন্য বর্গের নিকট যাইবে। - GC624 (1911). LDEBeng 176.3

ঈশ্বরের আত্মা ক্রমান্বয়ে পৃথিবী হইতে নিজেকে গুটাইয়া লইতেছেন । শয়তান তাহার সকল মন্দ শক্তিকে একত্রিত করিতেছে এবং “জগ সমুদয়ের রাজাদের নিকটে” একপতাকা তলে একত্রিত করিবার নিমিত্ত ও সর্ব শক্তিমান ঈশ্বরের সেই মহা দিনের যুদ্ধার্থে [প্রকা ১৬:১৭] প্রশিক্ষণ দান করিতে যাইতেছে। -7BC 983 (1890). LDEBeng 176.4

প্রকাশিত ১৬ অধ্যায়ে যে জগ সমুদয়কে শেষ মহাযুদ্ধে একত্রিত করে; সেই চিহ্ন কার্য্যকারী শক্তি সম্পর্কে যোহনের বর্ণনার পরে, সমূদয় প্রতীক নামানো হইল এবং তূরীতে আর একবার নির্দিষ্ট ধ্বনি হইল; ‘দেখ, আমি চোরের ন্যায় আসিতেছি; ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে, এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হইয়া না বেড়ায়, এবং লোকে তাহার অপমান না দেখে “[প্রকা ১৬;১৫], পাপে পতনের পরে আদম এবং হবা উলঙ্গ হইয়াছিল, কারণ তাহাদের জ্যোতি ও নিরাপত্তার বস্ত্র তাহাদের নিকট হইতে চলিয়া গিয়াছিল। নোহের সময়ের পৃথিবী নিবাসীগণ যেমন, পৃথিবীর লোকেরা তেমন ঈশ্বরের উপদেশ এবং সতর্কবাণী ভূলিয়া যাইবে; যেমন সদোম নিবাসীরাও ভুলিয়াছিল। তাহারা তাহাদের অপরাধের সকল প্রকার পরিকল্পনা ও আবিস্কার লইয়া সজাগ হইল হঠাৎ স্বর্গ হইতে অগ্নি বর্ষিত হইল এবং অধার্মিক অধিবাসীগণকে গ্রাস করিল। “মনুষ্য পুত্র যেদিন প্রকাশিত হইবেন, সে দিনেও সেইরূপ, হইবে” [শূক ১৭:৩০], - 14 MR 96 97 (1896). LDEBeng 176.5