Go to full page →

খ্রীষ্টের প্রত্যাবর্তনের সময় অজ্ঞাত LDEBeng 25

অনেকে যাহারা নিজেদিগকে অ্যাডভেন্টিষ্ট বলে তাহারা সময় নির্ধারণ করিয়াছে। বারংবার খ্রীষ্টের আগমনের সময় নির্ধারিত হইয়াছে এবং বারংবার ইহার ফলাফল বিফল হইয়াছে । প্রভুর প্রত্যাবর্তনের ঘোষিত নির্দিষ্ট সময় মর্ত্যমাত্রের নিকট অজ্ঞাত । এমন কি যে দূতগণ পরিত্রাণের উত্তরাধিকারীগণের সেবা করিবে, তাহারাও সেই দিন ক্ষণ সম্পর্কে স্বর্গের দূতগণও জানে না।” কিন্তু সেই দিনের ও সেই দন্ডের তত্ত্ব কেহই জানেনা, জানেন না, কেবল পিতা জানেন” — 4 T 307 (1879) LDEBeng 25.3

পবিত্র আত্মার এবং খ্রীষ্টের আগমনের নির্দিষ্ট সময় আমাদিগকে জানিতে হইবে না।.....ঈশ্বর কেন আমাদিগকে এই জ্ঞান দান করেন নাই? তিনি তাহা করিলে আমরা ইহার সঠিক ব্যবহার করিতে পারিতাম না। ইহাতে এমন একটি পরিস্থিতির উদ্ভব হইত যাহাতে আগামী মহাদিনের নিমিত্ত ঈশ্বরের লোকদের প্রস্তুত কার্য্য বহুলাংশে খর্ব হইত। আমাদিগকে সময় উত্তেজনার মধ্যে বাস করিতে হইবে না । LDEBeng 25.4

তোমরা বলিতে পারিবেনা যে তিনি আগামী এক, দুই বা পাঁচ বসরের মধ্যে আসিবেন বা এই কথা বলিয়া তাঁহার আগমন ঠেকাইয়া রাখিবেনা যে তিনি আগামী দশ বা কুড়ি বসরে আসিবেন না। - RH March 22, 1892. LDEBeng 26.1

আমরা ঈশ্বরের মহাদিনের নিকটবর্তী হইতেছি। চিহ্নগুলি সফল হইতেছে। অথচ তাঁহার আগমনের দিন ও ক্ষণ আমাদের নিকট বলিবার মত কোন বার্তা নাই। ঈশ্বর বুদ্ধিপূর্বক ইহা আমাদের নিকট হইতে গোপন করিয়াছেন যেন আমরা প্রভু যীশু খ্রীষ্টকে আকাশীয় মেঘমালায় দ্বিতীয়বার প্রকশিত দেখিবার নিমিত্ত সর্বদা প্রস্তুত ও আকাঙ্খিত থাকি । Letters 24, 1897. LDEBeng 26.2

মনুষ্যপুত্রের দ্বিতীয় আগমনের নির্দিষ্ট সময় হইল ঈশ্বরের একটি রহস্য-DA 633 (1898) LDEBeng 26.3