Go to full page →

১,৪৪,০০০ জন (এক লক্ষ চুয়াল্লিশ সহস্র লোক ) LDEBeng 189

তাহারা সিংহাসনের সম্মুখে “নূতন একটি গীত” গান করে, এমন একটি গান যাহা একলক্ষ চুয়াল্লিশ সহস্র লোক ব্যতিত অন্য কোন লোক তাহা শিখিতে পারিল না। ইহা মোশির ও মেষশাবকের গীত একটি মুক্তির গীত। এক লক্ষ চুয়াল্লিশ সহস্র ব্যতিত অন্য কোন লোক সেই গান শিখিতে পারিল না, ইহা তাহাদের অভিজ্ঞতার গান যে অভিজ্ঞতা অন্য কোন দলের কখনও হয় নাই। “যে কোন স্থানে মেষশাবক গমন করেন, সেই স্থানে ইহারা তাঁহার অনুগামী হয়। “ইহারা পৃথিবী হইতে, জীবিতগণের মধ্য হইতে রূপান্তরিত এবং “ইহারা ঈশ্বরের ও মেষশাবকের নিমিত্ত অগ্রিমাংশ “(প্রকাশিত ১৫: ২, ৩; ১৪: ১-৫)। “ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে, যাহা জাতিগণের পত্তনবধি ইতিপূর্বে কখন হয় নাই, তাহারা যাকোবের সঙ্কটেরকালে নিদারুণ মানসিক যন্ত্রণা সহ্য করিয়াছে; ঈশ্বরের চূড়ান্ত দন্ডাজ্ঞা প্রদানের সময় একজন মধ্যস্ততাকারী বিহীন অবস্থায় দাঁড়াইয়াছে। - GC 648, 649 (1911). LDEBeng 189.5

যাহা তাহাদিগকে আধ্যাত্মিকভাবে সাহায্য করিবে না সেই সকল প্রশ্নে তাহারা বিবাদ করুক ইহা তাঁহার ইচ্ছা নহে, যেমন কাহাদের লইয়া এক লক্ষ চুয়াল্লিশ সহস্র গঠিত হইবে? যাহারা ঈশ্বরের মনোনীত তাহারা বিনা প্রশ্নে অল্পক্ষণের মধ্যেই তাহা জানিতে পারিবে। --ISM 174 (1901). LDEBeng 189.6