Go to full page →

সময় নির্ধারণ অবিশ্বাসে পরিচালিত করে LDEBeng 26

বহুবার নির্দ্ধারিত সময় অবিবাহিত হইয়া যাইবার কারণে খ্রীষ্টের আগমনের নিকটবর্তীতা সম্পর্কে পৃথিবী পূর্বাপেক্ষা অধিক অবিশ্বাসের দিকে অধিক দৃঢ় সিদ্ধান্তের মধ্যে রহিয়াছে। সময় নির্ধারকগণের বিফলতাকে তাহারা অবজ্ঞার চক্ষে দেখে এবং লোকেরা এইরূপ ভাবে প্রতারিত হইবার কারণে সর্ববিষয়ের শেষ দ্বারে উপস্থিত এই ঈশ্বরের বাক্য সমর্থিত সত্য হইতে তাহারা ফিরিয়া যায় । -4T 307 (1879). LDEBeng 26.6

আমি জানিতে পারিয়াছি যে ভ্রাতা [ই. পি] ড্যানিয়েলস সময় নির্দ্ধারণ করিয়া বলিয়াছেন যে প্রভু আগামী পাঁচ বসরের মধ্যে আসিতেছেন। এখন আমি আশা করি যে, আমরা সময় নির্ধারক, এই মনোভাব বিদেশে না পৌছুক এইরূপ মন্তব্য না করা হউক । ইহা মঙ্গলজনক নহে। ইহার উপরে ভিত্তি করিয়া কোন উদ্দীপনার খোঁজ না করা হউক । কিন্তু প্রতিটি বক্তব্য সতর্কতার সহিত ব্যক্ত হউক যেন অত্যুসাহী কেহ কোন কিছু লইয়া উত্তেজনা সৃষ্টি করে ও প্রভুর আত্মা দুঃখিত হন। LDEBeng 27.1

যেখানে অনুভূতি উত্তেজত হয় এবং নীতি নিয়ন্ত্রনে থাকে না সেখানে আমরা লোকদের ভাবাবেগ উত্তেজিত করিতে চাহিনা। আমার মনে হয় আমাদের সর্বদিকে সতর্ক থাকা আবশ্যক, কারণ শয়তান ক্ষতি করিবার নিমিত্ত তাহার কৌশল ও চাতুর্য ধীরে ধীরে প্রবেশ করাইতে সর্বশক্তি প্রয়োগের চেষ্টা করিতেছে। কোন কিছু দ্বারা উত্তেজনা সৃষ্টি করিলে তাহা ভ্রান্ত ভিত্তির উপর উত্তেজনা সৃষ্টি করিবে বলিয়া ভয় করিতে হইবে কারণ ইহার প্রতিক্রিয়া নিশ্চিতরূপে আসিবে। Letter 34, 1887. LDEBeng 27.2

ঈশ্বরের পরিচালনা দাবী করিয়া মন্ডলীতে কিছু লোক সর্বদা মিথ্যা ও ধর্ম্মেন্মত্ত আন্দোলন করিবে-তাহারা প্রেরণ করিবার পূর্বে দৌড়াইবে এবং অসম্পূর্ন ভবিষ্যদ্বাণীর ঘটিবার দিন তারিখ প্রদান করিবে। তাহাদিগকে ইহা করিতে দিয়া শত্রু সুখী হইবে। কারণ তাহাদের আনুক্রমিক ব্যর্থতা এবং ভ্রান্ত দিকে পরিচালনা বিশৃঙ্খলতা ও অবিশ্বাসের কারণ হইবে। -25M84 (1897). LDEBeng 27.3