Go to full page →

দুষ্টগণের ধ্বংস সাধন একটি দয়ার কার্য্য LDEBeng 197

যাহাদের অন্তর ঈশ্বরের প্রতি সত্য এবং পবিত্রতার প্রতি ঘৃণায়পূর্ণ তাহারা কী স্বর্গীয় বাহিনীর সহিত মিশিতে এবং তাহাদের প্রশংসা গীতে যোগ দিতে পারে? তাহারা কি ঈশ্বরের ও মেষশাবকের প্রতাপ সহ্য করিতে পারে? না, না; বহু বসর যাব তাহাদের নিমিত্ত পরিত্রাণের দ্বার উন্মুক্ত ছিল, যেন তাহারা স্বর্গের নিমিত্ত চরিত্র গঠন করিতে পারে, কিন্তু তাহারা বিশুদ্ধতাকে ভালবাসিবার মত মানসিক প্রশিক্ষণ গ্রহণ করে নাই; তাহারা কখনই স্বর্গের ভাষা শিক্ষা করে নাই, আর এখন অনেক দেরী হইয়া গিয়াছে। ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী জীবন তাহাদিগকে স্বর্গের নিমিত্ত অযোগ্য করিয়াছে। ইহার বিশুদ্ধতা, পবিত্রতা এবং শান্তি তাহাদের নিকট নির্যাতন মনে হইবে; ঈশ্বরের প্রতাপ তাহাদের নিকট গ্রাসকারী অগ্নিস্বরূপ হইবে। তাহারা ঐ পবিত্র স্থান হইতে পলায়ন করিতে আকাঙ্খা করিবে। তাহারা ধ্বংসকে স্বাগত জানাইবে যেন যিনি তাহাদের উদ্ধার কল্পে মৃত্যুবরণ করিয়াছিলেন তাঁহার মুখমন্ডল হইতে নিজেদিগকে লুকাইতে পারে। দুষ্টদের মনোনয়ন দ্বারাই তাহাদের গন্তব্য নির্দিষ্ট হইয়া রহিয়াছে তাহাদের স্বর্গ হইতে বাদ দেওয়া তাহাদের নিজেদের ইচ্ছাকৃত এবং ঈশ্বরের নিকট ইহা ন্যায্য, করুণাপূর্ণ। --GC 542, 543 (1911). LDEBeng 197.4