Go to full page →

দূতগণ গাহে, খ্রীষ্ট জয় করিয়াছে। LDEBeng 198

সেই দিন মুক্তি প্রাপ্তেরা পিতা এবং পুত্রের মহিমায় মহিমান্বিত হইবে। দূতগণ তাহাদের স্বর্ণময় বীনায় ঝঙ্কার তুলিয়া রাজা এবং তাঁহার বিজয়স্মারক-যাহারা মেষশাবকের রক্তে ধৌত এবং শুক্ল বর্ণ, তাহাদের অভ্যর্থনা করিল । একটি বিজয় সঙ্গীত ধ্বনিত হইয়া সমুদয় স্বর্গ পূর্ণ করিল খ্রীষ্ট জয় করিয়াছেন। তাঁহার যাতনা ও বলিদান বৃথা যায় নাই তাহার সাক্ষী-মুক্তিপ্রাপ্তগণ সহ তিনি স্বর্গীয় প্রাঙ্গনে প্রবেশ করেন । —9T 285, 286 (1909). LDEBeng 198.5

যীশু অনুচ্চার্য্য প্রেমে তাঁহার বিশ্বস্তদিগকে প্রভুর আনন্দে স্বাগত জানান তাহার অসহ্য যন্ত্রনা ও অপমান দ্বারা উদ্ধার প্রাপ্ত আত্মাগণকে মহিমার রাজ্যে দেখিতে পাওয়াই ত্রাণকর্তার আনন্দ। —GC 647 (1911). LDEBeng 198.6

খ্রীষ্ট তাঁহার কার্য্যের ফলাফলের নিমিত্ত ইহার পুরষ্কারের দিকে দৃষ্টি দিবেন। সেই মহা জনতার সম্মুখে যাহা কোন মনুষ্য গণনা করিতে পারে না, তিনি “আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত” করিলেন, যাহার রক্ত ত্রাণ কাৰ্য্য সাধন করিয়াছে এবং যাহার জীবন আমাদিগকে শিক্ষা দিয়াছে, “তিনি আপন প্রাণের শ্রম ফল দেখিবেন, তৃপ্ত হইবেন। LDEBeng 198.7