Go to full page →

ঈলেন হোয়াইট তাহার সময়েই খ্রীষ্টের প্রত্যাবর্তন আশা করিয়াছিলেন LDEBeng 28

কনফারেন্সের উপস্থিত দলটি আমাকে দেখান হইল। দূত বলিলেন, “ইহাদের কিছু কীটের খাদ্য, কিছু সপ্ত অন্তিম আঘাতের আওতায়, প্রভূ যীশুর আগমনের সময় রূপান্তরিত হইবার জন্য এই পৃথিবীর উপরে জীবিত থাকিবে । LDEBeng 28.2

সময় সংক্ষিপ্ত বলিয়া আমাদিগকে দ্বিগুণ শক্তি ও পরিশ্রম সহকারে কার্য্য করিতে হইবে আমাদের সন্তানেরা হয়ত কলেজ পর্য্যন্ত না পৌঁছাতে পারে। -ST 159 (1872). LDEBeng 28.3

প্রকৃতপক্ষে এখন সন্তান গ্রহণ করা বুদ্ধিমানের কার্য নহে সময় সংক্ষিপ্ত, শেষ কালের বিপদ আমাদের উপরে আসিয়া পড়িয়াছে এবং এই সকল ক্ষুদ্র সন্তানের অধিকাংশ ইহার পূর্বেই ভাসিয়া যাইবে। —Letter 48, 1876. LDEBeng 28.4

পৃথিবীর এই সময়ে, যখন পৃথিবীর ইতিহাস দ্রুত সমাপ্ত হইতে যাইতেছে এবং আমার একটি অঘটিতপূর্ব সঙ্কটকালে প্রবেশ করিতে যাইতেছি তখন নর ও নারী, সকলের পক্ষে যত কম বিবাহ চুক্তি করা যায় ততই মঙ্গল। -5T 366 ( 1885 ) LDEBeng 28.5

সময় আসিতেছে। খুব দূরে নহে, আমাদের মধ্যে বিশ্বাসী অনেকে যাহারা পৃথিবীতে জীবিত থাকিব তাহারা প্রধান দূতের রব ঈশ্বরের তূরীধ্বনি পাহাড় সমতল ভূমি, সমুদ্র ও পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত প্রতিধ্বনিত হইতে শুনিব এবং ভবিষ্যদ্বাণী প্রমাণিত হইতে দেখিব । RH July 31, 1888. LDEBeng 28.6

পরীক্ষার সময় আমাদের উপর কেবল উপস্থিত পাপ ক্ষমাকারী মুক্তিদাতা খ্রীষ্টের ধার্মিকতা প্রকাশিত হওনে তৃতীয় দূতের উচ্চরব আরম্ভ হইয়া গিয়াছে। -1SM 363 (1892) LDEBeng 28.7