Go to full page →

আত্মালাভকারীগণের পুরস্কার LDEBeng 208

মুক্তি প্রাপ্তগণ যখন ঈশ্বরের সম্মুখে দাঁড়াইবে, বহুমূল্য আত্মাগণ তাহাদের নামে সাড়া প্রদান করিবে, যাহাদের বিশ্বস্ত এবং ধৈর্য্যশীল প্রচেষ্টা, সনির্বন্ধ অনুরোধ ও দৃঢ়দূর্গে পলাইবার প্ররোচনা দান করিয়াছে। এইরূপে যাহারা এই পৃথিবীতে ঈশ্বরের সহিত কার্য্য করিয়াছে তাহারা পুরষ্কৃত হইবে। —8T 196, 197 (1904). LDEBeng 208.2

যখন সেই উর্দ্ধের সুন্দর নগরীর দ্বার চাকচিক্যময় কবজার উপরে খোলা হইবে, এবং সত্যপালনকারী জাতিগণ প্রবেশ করিবে গৌরব মুকুট তাহাদের মস্তকে স্থাপন করা হইবে, তাহারা ঈশ্বরকে সম্মান, গৌরব ও মহিমা প্রদান করিবে। এবং এই সময় কেহ কেহ তোমার নিকট আসিয়া বলিবে “তুমি যদি আমার সহিত দয়ার সহিত কথা না বলিতে, আমার নিমিত্ত অশ্রু বিসর্জন, প্রার্থনা এবং একান্ত প্রচেষ্টা না করিলে আমি রাজাকে তাঁহার সৌন্দর্য্যে দেখিতে পাইতাম না।” আঃ কেমন একটি পুরষ্কার! অমর জীবনে বিশ্বস্তদিগের নিমিত্ত যে অনন্ত পুরষ্কার অপেক্ষা করিতেছে তাহার তুলনায়, ক্ষণস্থায়ী জীবনে পার্থিব মানবের প্রশংসা কত নগণ্য । Words of Encouragement to Self-Supporting Workers (Ph 113) 16 (1909). LDEBeng 208.3