Go to full page →

তাহাদের নিকট যীশুর সাক্ষ্য রহিয়াছে LDEBeng 33

শেষ যেমন ঘনাইয়া আসিতেছে এবং পৃথিবীকে শেষ সতর্কবাণী দিবার কার্য্য সময় বর্দ্ধিত করা হইয়াছে, যাহারা বর্তমান সত্য গ্রহণ করিয়াছে তাহাদের, যাহা তৃতীয় দুতের বার্তার সহিত ঈশ্বর তাঁহার দূরদর্শিতায় প্রথম হইতেই সংযুক্ত করিয়াছেন, সেই সাক্ষ্যসমূহের প্রভাব এবং প্রকৃতি সম্পর্কে স্বচ্ছ জ্ঞান থাকিতে হইবে।প্রকাশিত বাক্য দুইদল ঈশ্বরের লোকবৃন্দের উপরে আলোকপাত করে- দৃশ্যত; অবশিষ্ট লোক (১২:১৭) এবং বাবিলে “আমার প্রজাগণ (১৮:৪)। এই অধ্যায়টি প্রথম দল এবং ১৪ “উচ্চরব” শেষ দল সম্পর্কে বলে। -5T 654 (1889). LDEBeng 33.4

মানুষ নানা পরিকল্পনা করিতে পারে এবং শত্রু ও আত্মাগণকে প্রলোভিত করিয়া সত্য হইতে দূরে সরাইয়া লইতে পারে, কিন্তু যাহারা বিশ্বাস করে যে ঈশ্বর সিমিষ্টার হোয়াইটের মাধ্যমে কথা বলিয়াছেন ও কথা দিয়াছেন তাহারা শেষকালে আগত নানা প্রকার ভ্রান্তি হইতে নিরাপদে থাকিবে। -3SM 83, 184 (1906). LDEBeng 33.5

তাহারা থাকিবে যাহারা দর্শন পাইয়াছে বলিয়া দাবী করিবে। ঈশ্বর আপনাকে যখন পরিষ্কার প্রমাণ দিবেন যে দর্শন তাহা হইতে, তখন আপনি তাহা গ্রহণ করিতে পারেন, অন্য কোন প্রমাণের দ্বারা গ্রহণ করিবেন না, কারণ আমেরিকায় ও অন্যান্য দেশে লোকদিগকে অধিক মাত্রায় ভ্রান্ত পথে পরিচালিত করা হইবে। -2SM 72 (1905). LDEBeng 34.1