Go to full page →

একটি আধ্যাত্মিক দুর্বলতা ও অজ্ঞতার (অন্ধত্বের) সময় LDEBeng 36

মিনিয়াপলিসে আমি বলিয়াছিলাম যে, মন্ডলীর মধ্য দিয়া একটি সংস্কার পরিচালিত হওয়া প্রয়োজন, সে সকল কথা সম্পর্কে আমি স্থির নিশ্চিত। সংস্কারের প্রয়োজন, কারণ যাহারা মূল্যবান সুযোগ ও অধিকার দ্বারা আশীর্বাদযুক্ত হইয়াছে; সেই সকল লোকদের উপর আধ্যাত্মিক দুর্বলতা ও অজ্ঞতা (অন্ধত্ব) আসিয়া পড়িয়াছে। তাহারা সংস্কারকরূপে সাম্প্রদায়িক মন্ডলী সমূহ হইতে বাহির হইয়া আসিয়াছে কিন্তু এখন তাহারা ঐ মন্ডলী সমূহের ন্যায় আচরণ করিতেছে। আমরা আশা করি আমাদের আরও একবার বাহির হইয়া আসিতে হইবে না।ঈলেন হোয়াইটের লেখায় এইটিই একমাত্র জ্ঞাত বক্তব্য যেখানে সূচিত হয় যে, তিনি হয়তো সেভেন্থ ডে অ্যাডভেন্টিষ্ট মন্ডলী সংগঠনের প্রতি আস্থা হারাইয়াছেন। এখানে সন্দেহ তিনি ব্যক্ত করিয়াছেন তাহার জীবনের বাকি ছাব্বিশ বসরে তিনি কখনই পুনরুল্লেখ করেন নাই। আমরা যখন “শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান” হইব, তখনও সংকীর্ণতাবাদ বা গোঁড়ামীর বিরুদ্ধে কলম বা কন্ঠ দ্বারা প্রতিবাদ করা বন্ধ করিব না। -EGW 88 356, 357 (1889). LDEBeng 36.4

যাহারা গর্ব করিয়া বলে যে তাহাদের নিকট আালো রহিয়াছে, তথাপি তাহাতে চলে না, খ্রীষ্ট তাহাদের উদ্দেশ্য করিয়া বলিতেছেন, “কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের দশা হইতে বরং সোর ও সীদনের দশা বিচার দিনে সহনীয় হইবে । আর হে কফরনাহুম [সেভেন্থ-ডে অ্যডভোন্টষ্টগণ, যাহাদের নিকট বৃহ আলো ছিল}, তুমি নাকি স্বর্গ পর্যন্ত [সুযোগ সুবিধার দিক দিয়া] উচ্চীকৃত হইবে? তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে; কেননা যে সকল পরাক্রম কার্য্য তোমার মধ্যে করা গিয়াছে, সে সকল যদি সদোমে করা যাইত, তবে তাহারা আজ পর্য্যন্ত থাকিত। -“RH Aug. 1, 1893. 8বন্ধনীর মধ্যকার মন্তব্য ঈলেন হোয়াইটকৃত LDEBeng 36.5

মন্ডলী লায়দিকেয়াস্থ মন্ডলীর অবস্থায় রহিয়াছে। তাহার মধ্যে ঈশ্বরের উপস্থিতি নাই। -1 NL 99 (1898). LDEBeng 37.1