Go to full page →

ইস্রায়েলের ইতিহাস আমাদের নিকট একটি সতর্কবাণী LDEBeng 45

প্রাচীন ইস্রায়েল যে সকল বিপদের সম্মুখীন হইয়াছিল শেষকালে ঈশ্বরের লোকেরা একই প্রকার বিপদের সম্মুখীন হইবে । ঈশ্বর যে সকল সতর্কবাণী দিয়াছেন তাহা যাহারা গ্রহণ না করিবে তাহারা প্রাচীন ইস্রায়েলের ন্যায় বিপদে পড়িবে এবং অবিশ্বাসের কারনে বিশ্রামে প্রবেশ করিতে পারিবে না। প্রাচীন ইস্রায়েল তাহাদের অপবিত্র হৃদয় এবং অপমানবর্তী ইচ্ছার কারণে দুর্ভোগে পড়িয়াছিল। তাহাদের নিজেদের অবিশ্বাস, আত্মনির্ভরতা, অনুশোচনাহীনতা, মানসিক অন্ধত্ব ও হৃদয়ে কঠিনতার কারণে তাহারা জাতিগতভাবে চূড়ান্তভাবে পরিত্যক্ত হইয়াছিল। তাহাদের ইতিহাসের ভিতরে আমাদের নিমিত্ত বিপদ সঙ্কেত উড়ান হইয়াছে। LDEBeng 45.4

“ভ্রাতৃগণ, দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে, তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়......কেননা আমরা খ্রীষ্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয়জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি (ইব্রীয় ৩:১২,১৪)। - Letters 30, 1895, LDEBeng 46.1