Go to full page →

পবিত্র আত্মা দ্বারা গঠিত LDEBeng 48

মনুষ্য হৃদয় যতক্ষণ পর্য্যন্ত ঈশ্বরের আত্মার ছাঁচে গর্বিত হইবার নিমিত্ত সমর্পিত না হইবে ততক্ষণ পর্য্যন্ত ইহা কখনই সুখ জানিতে পারিবে না। পবিত্র আত্মা যীশুর অনুকরণে নবায়িত আত্মার নিশ্চয়তা দান করে। ইহার প্রভাবের মাধ্যমে ঈশ্বরের বিরূদ্ধে শত্রুতা বিশ্বাস ও প্রেমে, দাম্ভিকতা নম্রতায় পরিবর্তীত হয়। আত্মা সত্যের শোভা সন্দর্শন করে এবং খ্রীষ্ট চরিত্রের সিদ্ধতা এবং উৎকর্ষতায় সম্মানিত হন। — OHC 152 (1896). LDEBeng 48.4

আমাদের প্রকৃতি ক্ষুদ্রতম প্রেরণা, মনের কোন শক্তি বা অন্তরের কোন অভিলাষ প্রতি মূহূর্তে ঈশ্বরের আত্মার নিয়ন্ত্রনাধীনে রাখা প্রয়োজন। — PP 421 (1890) LDEBeng 48.5

পবিত্র আত্মা আমাদের অন্ধকারকে আলৌকিত, অজ্ঞানতাকে তথ্যদান এবং আমাদের বহুবিধ অভাব পুরণ করিতে সাহায্য করেন। কিন্তু মনকে অবিরত ঈশ্বরের পশ্চাতে যাইতে হইবে। জাগতিকতাকে প্রবেশ করিতে দিলে, প্রার্থনায় অনীহা, শক্তি ও জ্ঞানের উসাহ ঈশ্বরের যোগাযোগ রাখিতে অনিচ্ছা থাকিলে, পবিত্র আত্মা আমাদের সহিত থাকিবেন না। - OHC 154 (1904) LDEBeng 48.6