Go to full page →

শাস্ত্র মুখস্ত করিয়া রাখ LDEBeng 49

প্রতিদিন কয়েকবার মূল্যবান সূবর্ণ সময় প্রার্থনা ও শাস্ত্রপাঠে উসর্গ করিতে হইবে, ইহা যদি কেবল একটি শাস্ত্রপদ মুখস্ত করিবার নিমিত্তও হয় তবু এই আধ্যাত্মিক জীবন অন্তরে থাকিতে পারে। 4T 459 (1880) LDEBeng 49.7

যে সকল যুব স্বর্গের রাজার অনুগত হইবে, ঈশ্বরের মূল্যবান বাক্য তাহাদের মানদন্ড (পতাকা) হইবে। তাহারা শাস্ত্র অধ্যয়ণ করুক এবং পদের পর পদ মুখস্থ করিয়া ঈশ্বর যাহা বলিয়াছেন তাহা হইতে জ্ঞান অর্জন করুক। - ML 315 (1887 ) LDEBeng 49.8

শাস্ত্রদ্বারা আপনার চতুর্দিকে প্রাচীর নির্মাণ করুন এবং আপনি দেখিবেন জগ তাহা ভাঙ্গিয়া ফেলিতে পারিবে না। শাস্ত্র মুখস্ত করুন এবং শয়তান যখন প্রলোভন লইয়া আসিবে তখন তাহাকে “কেননা লেখা আছে’ বলিয়া প্রতিহত করুন। এইরূপে আমাদের প্রভু শয়তানের প্রলোভনের মোকাবেলা করিয়াছিলেন এবং সেগুলিকে প্রতিহত করিয়াছিলেন। —RH April 10, 1888. LDEBeng 50.1

স্মৃতির মিলানায়তনে খ্রীষ্টের অমূল্য বাণী সমূহ ঝুলাইয়া রাখুন। ইহারা স্বর্ণ ও রৌপ্য অপেক্ষা অধিক মূল্যে মূল্যায়িত হইবে। — 6T81 (1900) LDEBeng 50.2

কার্য্য করিবার সময় একটি পকেট বাইবেল রাখুন এবং তাহা হইতে মূল্যবান প্রতিজ্ঞা সমূহ মুখস্ত করিয়া প্রতিটি সুযোগকে সমৃদ্ধশালী করিয়া তুলুন। - RH April 27, 1905. LDEBeng 50.3

সময় আসিবে যখন অনেকে লিখিত বাক্য হইতে বঞ্চিত করা হইবে। কিন্তু এই বাক্য সমূহ যদি স্মৃতির পাতায় মুদ্রিত থাকে, তবে কেহ তাহা আমাদের নিকট হইতে লইয়া যাইতে পারিবে না। — MR76024 (1906). LDEBeng 50.4

ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন । ইহার মূল্যবান প্রতিজ্ঞা সমূহ মুখস্ত করুন যেন যখন আমাদিগকে আমাদের বাইবেল হইতে বঞ্চিত করা হইবে, তখনও আমাদের নিকটে ঈশ্বরের বাক্য থাকিবে। — IOMR 298 (1909). LDEBeng 50.5