Go to full page →

ষষ্ঠ অধ্যায়—নারীর অবশিষ্টদের কার্য্যকলাপ ও জীবনযাত্রা LDEBeng 55

সেবা ও আত্মোসর্গের আত্মা LDEBeng 55

ঈশ্বর দীর্ঘকাল অপেক্ষা করিয়া আছেন যখন মন্ডলী এরূপ সেবার আত্মার দ্বারা উদ্বুদ্ধ হইবে যে প্রত্যেকে তাহার সাধ্য অনুযায়ী তাঁহার নিমিত্ত কার্য্য করিবে। ঈশ্বরের মন্ডলীর লোকেরা যখন দেশে ও বিদেশের চাহিদা গ্রন্থ এলাকায় সুসমাচারের আদেশ অনুযায়ী নিয়োজিত তাহাদের নির্ধারিত করে; তখন সমগ্র পৃথিবী সতর্কীত হইবে এবং প্রভূযীশু সত্বর পরাক্রম ও মহাগৌরবে এই পৃথিবীতে আগমন করিবেন। AAIII (1911) LDEBeng 55.1

প্রতিটি স্থানে একটি প্রবণতা দেখা যাইতেছে সাংগঠনিক কার্য্য ব্যক্তিগত প্রচেষ্টার উপর ছাড়িয়া দেওয়া হইতেছে। মনুষ্য জ্ঞান, সংহতকরনে, কেন্দ্রীভূত করনে এবং বৃহ গীর্জাঘর ও প্রতিষ্ঠান সমূহ নির্মানের দিকে ঝুঁকে। জনতা প্রতিষ্ঠান ও সংগঠনসমূহকে সেবা কার্য্যের দায়িত্ব দিয়াছে; তাহারা পৃথিবীর সহিত সংশ্রব রক্ষা হইতে বিরত থাকে, তাহাদের অন্তর শীতল হইয়া যায় । তাহারা আত্মনিমগ্ন ও অবোধ হইয়া যায়। ঈশ্বরের ও মানুষের প্রতি প্রেম অন্তর হইতে তিরধান করে । LDEBeng 55.2

খ্রীষ্ট তাঁহার পশ্চাদগামী দিগকে একটি ব্যক্তিগত কার্য্যদান করেন এমন কার্য যাহা বদলী কাহারো দ্বারা সম্পন্ন করা সম্ভব নহে। অসুস্থ এবং দরিদ্রদিগের প্রতি সেবা এবং হারানোদিগের নিকট সুসমাচার কমিটি বা সংগঠিত সাহায্য সংস্থার নিকট ফেলিয়া রাখিতে হইবে না ব্যক্তিগত দায়িত্ব ব্যক্তিগত প্রচেষ্টা এবং আত্মবলিদানই সুসমাচারের প্রয়োজন।- MH147 (1905). LDEBeng 55.3