Go to full page →

প্রতিদিন যেন আমাদের শেষদিনের ন্যায় হয় LDEBeng 56

আমরা এরূপভাবে জাগ্রত থাকিয়া কার্য্যকরিব ও প্রার্থনা করিব যেন এইটিই আমাদের নিকট শেষ দিন বলিয়া দত্ত হইয়াছে। - 5T200 ( 1882 ) LDEBeng 56.4

যিনি মরিয়াছিলেন, যিনি আবার জীবিত হইয়াছেন, যিনি অনন্তকাল জীবিত, তাঁহার শক্তির উপর নির্ভর করিয়াই প্রতিটি আগত দিনের কার্য্য করিয়া, জাগ্রত থাকিয়া অপেক্ষা করিতে থাকাই আমাদের একমাত্র নিরাপত্তা। -Letter 66, 1844. LDEBeng 56.5

প্রতিদিন প্রত্যেকে নিজেকে ও আপনার সন্তানদিগকে সেই দিনের নিমিত্ত ঈশ্বরের নিকট উসর্গ করুন। মাস সমূহ বা বসর সমূহের নিমিত্ত ভাবনা করিবেন না, কারন সেগুলি আপনার নহে। একটি সংক্ষিপ্ত দিন আপনার নিমিত্ত দত্ত হইয়াছে। দিনের প্রতিটি ঘন্টা প্রভূর নিমিত্ত কার্যকরুণ, যেন এইটিই এই পৃথিবীতে আপনার শেষ দিন। আপনার সকল পরিকল্পনা সাধন বা পরিত্যাগ করিবার নিমিত্ত ঈশ্বরের সম্মুখে স্থাপন করুন। - 7T 44(1902) LDEBeng 56.6