Go to full page →

আমাদের কাগজে কোন তীক্ষ্ণ আক্রমন নহে LDEBeng 65

যাহারা আমাদের কাগজে লিখিবেন তাহারা কোন নির্দয় আক্রমন বা পরোক্ষ উল্লেখ যাহা বাস্তবে ক্ষতি করিবে এবং ক্যাথলিক সহ সর্বশ্রেণীর লোকদের নাগাল পাইবার নিমিত্ত আমাদের যে কার্য্য করিতে হইবে সেই কার্য্যের সম্মুখে প্রাচীর তুলিয়া দিবে। প্রেমের সহিত সত্য প্রকাশ করা আমাদের কার্য্য। সাধারন হৃদয়ের অপবিত্র বিষয়াদির সহিত সত্য মিশ্রিত করিয়া শত্রুদের মনোভাবে বর্হিপ্রকাশ করা উচিৎ নহে। LDEBeng 65.4

কর্কশ ও দুঃখদায়ক শব্দ আমাদের ব্যবহার করা উচিৎ নহে । প্রত্যেক প্রবন্ধে ইহা দূরে রাখুন, প্রত্যেক বক্তৃতায় ইহা পরিহার করুন। ঈশ্বরের বাক্যকে দুঃখদান ও অনুযোগ করিতে দিউন, সীমিত মানুষ যীশু খ্রীষ্টে লুকায়িত ও বসতি করুক। - IT 240, 241, 244(1909) LDEBeng 65.5

আমাদের লেখা, আমাদের বক্তব্য হইতে এরূপ ভাবপ্রকাশ যাহা যদি আক্ষরিক অর্থে বিরুপ অর্থ করিয়া আইন শৃঙ্খলার নিকট শত্রুভাবাপন্ন প্রতীয়মান হইতে পারে, তাহা বাছিয়া ফেলা উচিৎ। সর্ববিষয় সতর্কতার সহিত দেখিতে হইবে পাছে আমরা দেশের ও আইনের চক্ষে অননুগত বক্তব্য দানকারী রূপে নথি ভূক্ত হইয়া পড়ি। -Letter 36, 1895 LDEBeng 65.6

মুষ্ঠিযোদ্ধা সুলভ দোষারোপ ও অভিশাপের দ্বারা খ্রীষ্ট ধর্মের প্রকাশ হয় না। 6T 397 (1900). LDEBeng 65.7