Go to full page →

কিরূপে সমালোচকদের মোকাবেলা করিবেন LDEBeng 67

যাহারা সত্য পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে তাহারা ঈশ্বর যে কার্য্য করিতে চাহেন তাহা হইতে আমাদের দৃষ্টি সরাইয়া দিবার নিমিত্ত আমাদের সমাবেশে আসিবে । আপনি আপনার কর্ণ সত্য হইতে রূপকথার দিকে সরাইবার ঝুঁকি লইতে পারেন না । আপনার কার্য্যের বিরুদ্ধে কটুবাক্য বলিতেছে তাহাকে জয় করিবার চেষ্টা করিবেন না; কিন্তু আপনি যে যীশু খ্রীষ্টের আত্মা দ্বারা অনুপ্রাণিত তাহা দৃষ্ট হউক এবং বিরোধকারীর অন্তর স্পর্শ করিবার নিমিত্ত ঈশ্বরের দূত আপনার ওষ্ঠে বাক্য দিবেন। এই লোকেরা যদি তাহাদের কার্য্যকলাপ নাছোড় বান্দা হয়, তাহা হইলে সমাবেশের জ্ঞানবানেরা বুঝিতে পারিবে আপনার স্তর উচ্চমানের এই রূপে কথা বলুন যেন লোকেরা বুঝিতে পারে যে, খ্রীষ্ট আপনার মাধ্যমে কথা বলিতেছেন। 9T148, 149 (1909). LDEBeng 67.2