Go to full page →

অষ্টম অধ্যায়—মহানগরীসমূহ LDEBeng 79

আদি (সর্ব প্রথম) মহানগর নির্মাতারা LDEBeng 79

ঈশ্বরের অভিশাপ প্রাপ্ত হইয়া কয়িন তাহার পিতার বাটি হইতে চলিয়া গেল। প্রথমে সে কৃষিকাৰ্য্য পেশা হিসাবে গ্রহণ করিয়াছিল এবং এখন সে একটি নগর পত্তন করিয়া আপন পুত্রের নামানুসারে নাম রাখিল [আদি ৪:১৭]। সে সদাপ্রভুর সম্মুখ হইতে দূরে চলিয়া গেল, এদণের পুনরুদ্ধারের প্রতিজ্ঞা প্রত্যাখান করিয়া পাপে অভিশপ্ত পৃথিবীর বিত্ত বৈভব এবং আমোদ প্রমোদে লিপ্ত হইল এবং এইরূপে পৃথিবীর দেবতাগণের পুজারী একটি বৃহ শ্রেণীর পুরোভাগে দাঁড়াইল । LDEBeng 79.1

যে পর্বত মালার উপরে নোহের জাহাজ দাঁড়াইয়াছিল, সেই এলাকায় তাহার বংশধরেরা কিছুকাল বসবাস করিতে থাকিল। তাহারা সংখ্যায় বাড়িতে থাকিলে স্বপক্ষত্যাগ করিয়া তাহাদের মধ্যে বিভেদ সৃষ্টি করিল । যাহারা তাহাদের সৃষ্টি কর্তাকে ভুলিতে চাহিয়াছিল এবং তাঁহার আজ্ঞার বিধিনিষেধ মাড়িয়া ফেলিতে চাহিয়াছিল, তাহারা তাহাদের ঈশ্বর ভয়শীল সহযোগীদিগের আদর্শ ও শিক্ষামালায় সর্বদা বিরক্ত হইত এবং কিছু কাল পরে তাহারা ঈশ্বরের ভজনাকারীদের হইতে বিচ্ছিন্ন হইতে মনস্থির করিল । সেই জন্য তাহারা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত শিনিয়র সমস্থলীতে যাত্রা করিল ।.....এই স্থলে তাহারা আপনাদের নিমিত্ত এক নগর ও গগনস্পর্শী এক উচ্চগৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করিল [আদি ১১:২-৪]। -PPI/8, 119(1890) LDEBeng 79.2